ফাইল ছবি (সংগৃহীত)
যৌথ বাহিনীর বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্টে’ আরও ৩৪৩ জনকে গ্রেফতার করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় (রোববার ৯ই ফেব্রুয়ারি বিকেল থেকে সোমবার ১০ই ফেব্রুয়ারি বিকেল পর্যন্ত) তাদের গ্রেফতার করা হয়। এ সময় একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগজিন ও ১১টি গুলিসহ বিভিন্ন ধরনের অস্ত্র উদ্ধার করা হয়েছে।
একই সময়ে বিশেষ অভিযানের বাইরে বিভিন্ন মামলায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত ১ হাজার ১৭৮ জনকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার (১০ই ফেব্রুয়ারি) বিকেলে পুলিশ সদর দপ্তর থেকে এসব তথ্য জানানো হয়।
এর আগে দুপুরে রাজশাহী জেলা প্রশাসক কার্যালয়ে সার্বিক আইনশৃঙ্খলা-সংক্রান্ত এক মতবিনিময় সভায় যোগ দেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেছেন, ডেভিলমুক্ত না হওয়া পর্যন্ত ‘অপারেশন ডেভিল হান্ট’ চলবে।
হা.শা./কেবি