মঙ্গলবার, ২২শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
৬ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সংসদে সংরক্ষিত আসন চায় দলিত সম্প্রদায় *** উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় নরেন্দ্র মোদির শোক *** সাগরিকার হ্যাটট্রিকে নেপালকে উড়িয়ে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ *** উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর শোক *** হাসপাতাল এলাকায় অহেতুক ভিড় না করার অনুরোধ প্রধান উপদেষ্টার *** নিরীহদের হয়রানি না করতে অনুরোধ গোপালগঞ্জ জেলা বিএনপির *** পাইলট বিমানটিকে জনবিরল এলাকায় নেওয়ার চেষ্টা করেন: আইএসপিআর *** বিসিবির সিদ্ধান্ত বদল, স্টেডিয়ামে খাবার নিয়ে ঢুকতে মানা *** বিমান দুর্ঘটনা থেকে অল্পের জন্য বাঁচলেন অভিনেত্রী সানা *** জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনা মুলতবি

পাকিস্তানে নতুন রাজনৈতিক দলের ঘোষণা দিলেন ইমরান খানের সাবেক স্ত্রী রেহাম

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৪৬ পূর্বাহ্ন, ১৬ই জুলাই ২০২৫

#

ইমরান খানের সঙ্গে রেহাম খান। ফাইল ছবি

পাকিস্তানের রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা করলেন সাংবাদিক ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের প্রতিষ্ঠাতা ইমরান খানের সাবেক স্ত্রী রেহাম খান। আনুষ্ঠানিকভাবে তিনি তার নিজস্ব রাজনৈতিক দলের ঘোষণা দিয়েছেন। তার নতুন এই দলের নাম 'পাকিস্তান রিপাবলিক পার্টি'। এই ঘোষণার মাধ্যমে তিনি সরাসরি রাজনীতিতে প্রবেশ করলেন।

গতকাল মঙ্গলবার (১৫ই জুলাই) রাতে এনডিটিভি জানিয়েছে, করাচি প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে রেহাম খান নতুন দলের নাম ঘোষণা করেন। তিনি ইমরান খানকে ইঙ্গিত করে বলেন, ‘আমি কখনো রাজনীতির পদ গ্রহণ করিনি। আগে একবার এক ব্যক্তির জন্য একটি দলে যোগ দিয়েছিলাম।’ তিনি বলেন, ‘কিন্তু আজ আমি আমার নিজের শর্তে এখানে দাঁড়িয়ে আছি।’

রেহাম জানান, তার দল সাধারণ মানুষের কণ্ঠস্বর হিসেবে কাজ করবে এবং শাসকশ্রেণির জবাবদিহি নিশ্চিত করবে। তিনি বলেন, ‘এটি শুধু একটি দল নয়, এটি একটি আন্দোলন—যা রাজনীতিকে জনগণের সেবায় পরিণত করতে চায়।’

তিনি আরও বলেন, ‘২০১২ থেকে ২০২৫ সাল পর্যন্ত আমি যে পাকিস্তান দেখেছি, সেখানে এখনো বিশুদ্ধ পানীয় জল ও প্রাথমিক চিকিৎসার অভাব। এটা আর মেনে নেওয়া যায় না।’

রেহামের ভাষায়, তার দল ক্ষমতার পেছনে দৌড়াবে না, বরং বাস্তব পরিবর্তনের ইচ্ছা থেকেই এই দলের সৃষ্টি হয়েছে। তিনি বলেন, ‘আমাদের সংসদে জনগণের প্রতিচ্ছবি থাকা উচিত। প্রত্যেক শ্রেণির প্রতিনিধিত্ব সেই শ্রেণির মধ্য থেকেই আসা উচিত।’

তিনি পাকিস্তানের বংশানুক্রমিক রাজনীতির কড়া সমালোচনা করেন। আরও বলেন, ‘আমাদের এই দল কারও আশীর্বাদ নিয়ে তৈরি হয়নি। এখানে একই ব্যক্তি চারটি আসন থেকে প্রার্থী হবে না। আমরা রাজনীতি দিয়ে ব্যক্তিগত সাম্রাজ্য গড়তে আসিনি।’

ইমরান খান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন