ফাইল ছবি (সংগৃহীত)
আসন্ন কোরবানির ঈদের আগে আগামী ২৮শে মের মধ্যে গার্মেন্টস শ্রমিকদের সব বকেয়া বেতন-ভাতা পরিশোধ করতে হবে, অন্যথায় সংশ্লিষ্ট গার্মেন্টস মালিকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে, এমনকি তাদের জেলেও যেতে হতে পারে।
এমন কড়া হুঁশিয়ারি দিয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন। তিনি জানান, এরই মধ্যে পাঁচজন গার্মেন্টস মালিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। তারা দেশের বাইরে তো দূরে থাক, ঢাকার বাইরেও যেতে পারবেন না।
আজ বুধবার (২১শে মে) সকালে সচিবালয়ে নৌ পরিবহন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আসন্ন ঈদ উপলক্ষে নৌপথের যাত্রীদের সুরক্ষা ও নিরাপত্তা নিয়ে বিভিন্ন সংস্থার প্রধানদের সঙ্গে বৈঠক শেষে উপদেষ্টা এসব কথা বলেন। খবর বাসসের।
শ্রম উপদেষ্টা জানান, বকেয়া বেতন-ভাতার দাবিতে গত কয়েক দিন ধরে বিভিন্ন গার্মেন্টস শ্রমিক সংগঠন থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা এবং কাকরাইলে শ্রম ভবন ঘেরাও কর্মসূচির খবর শোনা যাচ্ছিল। বিষয়টিকে গুরুত্ব দিয়ে মঙ্গলবার (২০শে মে) সন্ধ্যা ৭টা পর্যন্ত সচিবালয়ে গার্মেন্টস মালিক এবং শ্রমিক সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক করেন তিনি। এ বৈঠকে গার্মেন্টস মালিকরা জানিয়েছেন, তারা ঘরবাড়ি বিক্রি করে হলেও শ্রমিকদের পাওনা পরিশোধ করবেন এবং সেটা আগামী ২৮শে তারিখের মধ্যেই।
এইচ.এস/