ছবি: সংগৃহীত
অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, এই মুহূর্তে সবচেয়ে জরুরি অর্থনৈতিক সংস্কার। ক্ষমতার পালাবদলে অন্তর্বর্তী সরকার নির্বাচন কমিশন (ইসি), পুলিশসহ একাধিক প্রতিষ্ঠান সংস্কারে কমিশন গঠন করেছে। তবে অর্থনীতি সংস্কারে কোনো কমিশন গঠন হয়নি। অর্থনীতিবিদরা এ ধরনের কমিশন গঠনের দাবি জানিয়েছেন।
রোববার (২৬শে জানুয়ারি) আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষে জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) আয়োজিত অনুষ্ঠানে অর্থ উপদেষ্টা এমন প্রয়োজনীয়তার কথা জানান।
অর্থ উপদেষ্টা বলেন, ‘সংস্কার নিয়ে অনেক কথাবার্তা বলেছি। আমি মনে করি, এই মুহূর্তে সবচেয়ে জরুরি অর্থনৈতিক সংস্কার। অর্থনৈতিক সংস্কার করা কঠিন, আবার সহজ। কঠিন হলো এখানে অনেক ফান্ডামেন্টাল আইন-কানুন রয়েছে। প্রক্রিয়াগত যে আইন-কানুন রয়েছে, সেগুলোর সঠিক, সুষ্ঠু ও স্বচ্ছভাবে ব্যবহার করতে পারলে এই সংস্কার খুব বেশি কঠিন হবে না। বিষয়টি আমাদের উপলব্ধি করতে হবে। সিস্টেম আছে, কিন্তু সিস্টেমটা আমরা ঠিকমতো ব্যবহার করছি না।’
রাজস্ব আদায় ও ব্যবস্থাপনায় দেশ সঠিক পথে রয়েছে জানিয়ে তিনি বলেন, ‘আমরা মোটামুটি এগিয়ে আছি। প্রযুক্তিগত ও প্রক্রিয়াগত দিক থেকে পিছিয়ে আছি। আমাদের আধুনিক যুগে প্রবেশ করতে হবে।’
এই সময়ে রাজস্ব আদায় ও তা ব্যয় করা চ্যালেঞ্জের জানিয়ে তিনি বলেন, ‘ব্যয়টা নির্বিচারে করবো, সেটা মোটেই ঠিক হবে না। আমাদের রাজস্ব আয় ও ব্যয় উভয়ই যৌক্তিক করতে হবে। এটা সবার আকাঙ্ক্ষা।’
কর্মকর্তাদের উদ্দেশে এই উপদেষ্টা বলেন, ‘রাজস্ব আহরণে সহায়তা করুন। জোর করে টাকা-পয়সা আদায় করা যাবে না।’
অনুষ্ঠানে এনবিআর সদস্য হোসেন আহমদ, সদস্য (কাস্টমস নীতি ও আইসিটি) মূল প্রবন্ধ উপস্থাপন করেন।
অনুষ্ঠানে কর্মক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ১৬ জন কর্মকর্তাকে সার্টিফিকেট অব মেরিট সম্মাননা দেওয়া হয়।
শান্তনু/কেবি
খবরটি শেয়ার করুন