মঙ্গলবার, ২২শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
৭ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** লিটন দাস জয় উৎসর্গ করলেন নিহতদের স্মরণে *** সহজ ম্যাচ কঠিন করে জিতে সিরিজ বাংলাদেশের *** বিমান বিধ্বস্তের ঘটনায় শিক্ষার্থীদের সব দাবি যৌক্তিক বলে মনে করে সরকার *** বিএনপি-জামায়াতসহ চার দলের নেতাদের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা *** প্রধানমন্ত্রী দলীয় প্রধান হতে পারবেন না—এই দাবির যৌক্তিকতা নেই: সালাহউদ্দিন *** আখের চিনি দিয়ে ‘ট্রাম্প ভার্সন’ বাজারে আনছে কোকা-কোলা *** বিমান বিধ্বস্তে হতাহতদের সব ধরনের সহায়তা দিচ্ছে সরকার: প্রেস উইং *** ফরিদা পারভীনের শারীরিক অবস্থার উন্নতি, ফিরেছেন বাসায় *** জাকেরের ফিফটিতে পাকিস্তানকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ *** ২৪শে জুলাইয়ের এইচএসসি পরীক্ষাও স্থগিত

সঙ্গীকে চরম সুখ দিতে যোনি নয়, যেখানে মনোযোগ দিতে হবে

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:০০ অপরাহ্ন, ১৯শে এপ্রিল ২০২৫

#

ছবি: সংগৃহীত

ছেলেদের তুলনায় মেয়েদের যৌন সুখ পেতে বেশি সময় লাগে, এ ধারণা প্রচলিত। যৌন মিলনের মুহূর্তগুলো ভালো করে উপভোগ করার জন্য নাকি তাদের মানসিকভাবেও তৃপ্ত হতে হয়। এর মানে এ নয় যে, মেয়েরা শারীরিক সুখ পান না। সেক্সের সময় ছেলেরা যত সহজে চরম সুখ অনুভব করতে পারেন, মেয়েদের ক্ষেত্রে বিষয়টা এত সহজ নয়। 

অনেক পুরুষ হাজার চেষ্টা করেও মেয়েদের পুরোপুরি যৌন তৃপ্ত করতে পারেন না। অনেক পুরুষ অবশ্য তা নিয়ে খুব বেশি মাথা ঘামান না। আবার অনেকে এটাকে ব্যক্তিগত ‘পরাজয়’  হিসেবে নিয়ে ফেলেন। সঙ্গীর সঙ্গে শারীরিক মিলনে উৎসাহ হারিয়ে ফেলেন। যৌনজীবনে ভাঁটা পড়লে দাম্পত্যেও চিড় ধরে।

শারীরিক সম্পর্কে চরম সুখ পেতে হলে মেয়েদের শরীর বোঝাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নারীর শরীরের যৌন উত্তেজক অংশ কোনগুলো? পুরুষদের এ প্রশ্ন করা হলে উত্তর আসবে ঠোঁট, গলা, স্তন, নাভি ও যোনি। হয়তো কেউ কেউ এর সঙ্গে যোগ করবেন ঊরু, বা কানের পেছনের স্থান। 

অনেকে যা বলবেন না, তা হলো- যোনির উপরের একটি ছোট্ট অংশ, যাকে ইংরেজিতে বলে ‘ক্লিটোরিস’। অনেকে হয়তো জানেন না, মেয়েদের চরম সুখের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এ ছোট্ট অংশটি। ‘ক্লিটোরিস’ আসলে তিনটি অংশে বিভক্ত।

যেটুকু বাইরে থেকে দেখা যায়, তার নাম ‘গ্লান্স’। এ অংশ ছোট হলেও প্রচুর স্নায়ুতে ঠাসা। তাই যে কোনো স্পর্শেই অনুভূতি হয় অনেক বেশি। বেশিরভাগ নারী শুধু যোনির উত্তেজনায় চরমসুখ পান না। তার জন্য প্রয়োজন ‘ক্লিটোরিসে’ও উত্তেজনা তৈরি করা।

ছেলেদের যৌনাঙ্গের আকার নিয়ে অনেক কথাই হয়। মেয়েদের ‘ক্লিটোরিস’ কতটা বড় বা ছোট, এমন প্রশ্ন সচরাচর ওঠে না। তবে এ ‘ক্লিটোরিসের’ তেমন কোনো নির্দিষ্ট আকার নেই। এটা ঠিক যে, এ অংশ যতটা ছোট হবে, তাতে কম স্নায়ু থাকবে, ফলে অনুভূতিও হয়তো কম হবে।

যদি খুব ছোট হয়, তাহলে যোনির চেয়ে ‘ক্লিটোরিসের’ দূরত্ব অনেক বেড়ে যাবে। তাই দুইয়ের মিলিত যৌন উত্তেজনা অনুভব করতেও অসুবিধা হবে। নারীদের যৌনসুখ অনেকটাই নির্ভর করে ‘ক্লিরোটিসের’ উপর।

ছেলেদের যেমন যৌন উত্তেজনায় লিঙ্গোত্থান হয়ে থাকে, মেয়েদেরও উত্তেজনায় ‘ক্লিটোরিসের’ আকার বড় হয়। চরম তৃপ্তির এ অংশ যৌন মিলনের পরে আবার ছোট হয়ে যায়। 

‘জার্নাল অফ সেক্সুয়াল মেডিসিন’-এর তরফে ৩০ জন নারীকে নিয়ে একটি গবেষণা করা হয়। তাদের গড় বয়স ৩২। দেখা যায়, তাদের মধ্যে যে নারীদের ‘অর্গ্যাজম’ হতে অসুবিধা হয়, তাদের ‘ক্লিটোরিস’ হয় ছোট, বা যোনির চেয়ে অনেক দূরে।

তবে একেক জন নারী একেকভাবে চরম সুখ পান। কারো ক্ষেত্রে শুধু স্পর্শতেই উত্তেজনা আসে, কারও আবার ওরাল সেক্সে বেশি সুখ হয়। তাই সঙ্গীর সঙ্গে আলোচনা করুন তার কেমন সুখ পছন্দ। সঙ্গীকে সুখী করতে পারলে আপনারও সুখ বাড়বে।

এইচ.এস/

যৌনতা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন