সোমবার, ২১শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
৬ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

কোটা আন্দোলনকারীদের জন্য ক্রিকেটারদের মোনাজাত

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০২:১৬ অপরাহ্ন, ৭ই আগস্ট ২০২৪

#

ছবি : সংগৃহীত

কোটা সংস্কার আন্দোলনে শহীদ হয়েছেন অনেকে। এই শহীদদের স্মরণ করে মোনাজাত করেন ক্রিকেটাররা। কয়েকদিনের স্থবিরতা কাটিয়ে কার্যক্রম শুরু হয়েছে ক্রিকেটের।

বুধবার (৭ই আগস্ট) সকাল ১০টায় মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ‘এ’ দলের অনুশীলন শুরু হয়। অনুশীলনের শুরুতে কোটা সংস্কার আন্দোলনে নিহতদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করেন ক্রিকেটাররা। পরে তারা মোনাজাত ধরে তাদের জন্য দোয়া করেন।  

আরো পড়ুন : কন্যা সন্তানের বাবা হলেন ক্রিকেটার রুবেল

কয়েকদিনের মধ্যেই পাকিস্তান সফরে যাওয়ার কথা রয়েছে ‘এ’ দলের। এই স্কোয়াডে আছেন জাতীয় দলের ক্রিকেটার মুশফিকুর রহিম-মেহেদী হাসান মিরাজ-এনামুল হক বিজয়রা। যদিও রাজনৈতিক পরিস্থিতির কারণে অনুশীলন স্থগিত ছিল।  

অনিশ্চয়তা কাটিয়ে বুধবার থেকে অনুশীলন শুরু হয়েছে। পাকিস্তানে ‘এ’ দলের সফরের পর যাওয়ার কথা রয়েছে জাতীয় দলেরও। দুটি টেস্ট ম্যাচ খেলবে তারা।  

এস/ আই.কে.জে/

ক্রিকেটার মোনাজাত

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন