বিমানবন্দরের বোম্ব ডিজপোজাল ইউনিটের তল্লাশি। ছবি: সংগৃহীত
ঢাকা থেকে কাঠমান্ডুগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট আজ শুক্রবার (১১ই জুলাই) উড়াল দেওয়ার অল্প কিছুক্ষণ আগে খবর আসে, ফ্লাইটটিতে বোমা আছে। নিরাপত্তার স্বার্থে সঙ্গে সঙ্গে ফ্লাইটের সব যাত্রীকে নামিয়ে নেওয়া হয়। শুরু হয় বিমানবন্দরের বোম্ব ডিজপোজাল ইউনিটের তল্লাশি। তল্লাশি শেষে বিমান কর্তৃপক্ষ নিশ্চিত হয়, ওই ফ্লাইটে বোমা থাকার খবর নেহাতই ভুয়া। আতঙ্কিত হওয়ার কিছুই নেই।
এ বিষয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক (জিএম) এ বি এম রওশন কবীর বলেন, ‘কাঠমান্ডু অভিমুখী ফ্লাইটটিতে কোনো বোমা বা সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। এটি ছিল ফেইক (ভুয়া) কল। যাত্রীদের পুনরায় বোর্ডিং করানো হচ্ছে। প্রক্রিয়া শেষ হলেই কাঠমান্ডুর উদ্দেশে ছেড়ে যাবে ফ্লাইটটি।’
আজ বিকেল ৪টা ৪৫ মিনিটে বিমানের বিজি ৩৭৩ ফ্লাইটটি রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কাঠমান্ডুর উদ্দেশে রওনা হওয়ার কথা ছিল। ফ্লাইটটি যখন উড্ডয়নের প্রস্তুতি নিচ্ছিল, সেই সময় হঠাৎ একটি কল আসে। তাতে দাবি করা হয়, কাঠমান্ডুগামী ফ্লাইটটিতে বোমা পাতা রয়েছে। নিরাপত্তার স্বার্থে তখন দ্রুতই ফ্লাইটটি থেকে যাত্রীদের নামিয়ে এনে তল্লাশি করা হয়।
এ ঘটনা সম্পর্কে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক (জিএম) এ বি এম রওশন কবীর গণমাধ্যমকে বলেন, ‘অজ্ঞাত একটি নম্বর থেকে ফোন করে জানানো হয়, ফ্লাইটটিতে বোমা আছে। সে সময় ফ্লাইটটি উড্ডয়নের প্রস্তুতি নিচ্ছিল। যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে তাৎক্ষণিকভাবে সবাইকে উড়োজাহাজ থেকে নামিয়ে আনা হয়। যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লেও কারও কোনো ক্ষতি হয়নি। নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত ফ্লাইটটি স্থগিত রাখা হয়। বিষয়টি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) গুরুত্বের সঙ্গে দেখছে।’
বিমানবন্দরের এক সূত্র জানিয়েছে, আন্তর্জাতিক ফ্লাইট হওয়ায় ঘটনাটিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে কর্তৃপক্ষ। কারা, কী উদ্দেশ্যে এই হুমকি দিয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
জে.এস/
খবরটি শেয়ার করুন