ছবি: সংগৃহীত
বাংলাদেশ থেকে এ পর্যন্ত ৮৫ হাজার ১৬৪ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। এ বছর আরবি চন্দ্র ক্যালেন্ডার অনুসারে, ৫ই জুন হজ অনুষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে।
হজ অফিসের তথ্য অনুযায়ী, তারা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, সৌদি এয়ারলাইন্স ও ফ্লাইনাস পরিচালিত ২১৯টি ফ্লাইটে করে সেখানে পৌঁছেছেন। চলতি বছর সরকারি ব্যবস্থাপনায় ৫ হাজার ৯১ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ৮০ হাজার ৭৩ জনসহ মোট ৮৫ হাজার ১৬৪ জন বাংলাদেশি পবিত্র হজ পালন করছেন।
ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এ প্রচেষ্টার সমন্বয়ের জন্য ৭০টি সংস্থাকে অনুমোদন দিয়েছে। সৌদি আরবে এখন পর্যন্ত ১৫ জন হজযাত্রী বার্ধক্যজনিত অসুস্থতা বা অন্যান্য স্বাস্থ্যগত জটিলতার কারণে মারা গেছেন।
বিভিন্ন শারীরিক অসুস্থতার কারণে বর্তমানে ১৬০ জন হজযাত্রী চিকিৎসা সেবা নিচ্ছেন ও ৩০ জন সৌদি সরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এখন পর্যন্ত ১০৮টি ফ্লাইট পরিচালনা করে ৪১ হাজার ৯০২ জন হজযাত্রীকে বহন করেছে।
এইচ.এস/
খবরটি শেয়ার করুন