শুক্রবার, ৪ঠা জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
১৯শে আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আসাদের ঘনিষ্ঠদের যেভাবে ধরা হচ্ছে সিরিয়ায় *** সন্ত্রাসবাদের সঙ্গে জড়িত বাংলাদেশিদের ফেরত পাঠাবে মালয়েশিয়া: পররাষ্ট্র উপদেষ্টা *** এনবিআরের কমিশনারসহ ৫ কর্মকর্তার বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু *** গুপ্তচর সন্দেহে বিপুলসংখ্যক আফগানকে দেশে ফেরত পাঠাচ্ছে ইরান *** ডেঙ্গু শনাক্তে ১৯ হাজার কম্বো কিট দিল চীন *** বিশ্বকাপে চোখ রেখে এশিয়ান কাপে খেলবে বাংলাদেশ *** সরকারি চাকরি অধ্যাদেশ সংশোধন প্রস্তাব উপদেষ্টা পরিষদে অনুমোদন *** মোটর ও ইলেক্ট্রনিকস খাতে যৌথ উদ্যোগ চান বাংলাদেশ-পাকিস্তানের ব্যবসায়ীরা *** আইজিপির সঙ্গে ইউনেসকো প্রতিনিধির সাক্ষাৎ *** সাগরে ৩ নম্বর সতর্কসংকেত, সপ্তাহজুড়ে থেমে থেমে বৃষ্টির পূর্বাভাস

যৌন সঙ্গমরত কুকুর দম্পতিকে আঘাত করবেন না, কারণ...

ডেস্ক নিউজ

🕒 প্রকাশ: ০৫:১১ অপরাহ্ন, ৩রা জুলাই ২০২৫

#

ছবি: সংগৃহীত

গত শতকের পঞ্চাশ ও ষাটের দশকে পরিচালিত কুকুরের আচরণের উপর মৌলিক এক গবেষণায় দেখা গেছে, কুকুর সামাজিক প্রাণী। এটি একা থাকার চেয়ে মানুষ এবং অন্যান্য কুকুরের সঙ্গে থাকতে পছন্দ করে। তাই প্রাণী আচরণবিদরা এটিকে সামাজিক প্রাণী বলে মনে করেন। কুকুর দম্পতি যখন বিশেষ মৌসুমে প্রজননের জন্য যৌন সঙ্গমে মিলিত হয়, তখন এদেরকে মানুষের দ্বারা নানাভাবে নিগৃহীত হতে দেখা যায়।

যেমন সঙ্গমরত দুটি কুকুরের আটকে থাকা অবস্থা থেকে এদেরকে ছাড়ানোর চেষ্টা করেন অনেকে। যা সম্পূর্ণ অমানবিক আচরণ। অসচেতনতা থেকে মানুষ এ ধরনের আচরণ করলেও অনেকের জানা থাকে না এ আচরণের ফলে কুকুর দুটির বেঁচে থাকা কীভাবে ঝুঁকিতে পড়তে পারে। যৌনতা কুকুরের বেলায়ও স্বাভাবিক আচরণ। মানুষের কী অধিকার আছে, সঙ্গমরত কুকুরকে আঘাত ও বিরক্ত করার?

আমাদের দেশে ভাদ্র ও কার্তিক মাসে রাস্তাঘাট বা বাড়ির উঠানে অনেকের চোখে যে চিত্রটা পড়ে, তা হলো সঙ্গমরত অবস্থায় আটকে পড়া দুটি কুকুর। অনেকের মাথায় এ প্রশ্ন পোকার মতো কিলবিল করে ‘কুকুর যৌন মিলনের সময় আটকে যায় কেন?’ অনেকে লজ্জার ভয়ে বিষয়টি নিয়ে খোলামেলা আলাপ করতে পারেন না। অথচ প্রাণীর জীবনধারণ ও প্রজনন প্রক্রিয়া সম্পর্কে জেনে রাখার বিষয়টি কিছুতেই লজ্জার মধ্যে পড়ে না।

কুকুর যৌন মিলনের সময় ‘আটকে যাওয়ার’ ঘটনা কেন ঘটে? এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘অধ্যাপক ইমদাদুল হক প্রাণীসেবা কেন্দ্র ও ভেটেরিনারি ডায়াগনস্টিক সেন্টার’ জনসচেতনতার উদ্দেশ্যে কিছু দিক তুলে ধরেছে। প্রতিষ্ঠানটির ফেসবুক পেজের এক পোস্টে বলা হয়, ‘পশু চিকিৎসক ও প্রাণীবিজ্ঞানীরা প্রকৃতিতে এমন অনেক বিষয় পর্যবেক্ষণ করেন, যা অনেকের কাছে অদ্ভূত বা অস্বস্তিকর মনে হতে পারে — যেমন, কুকুর মিলনের সময় আটকে যাওয়া।’


ওই ভেটেরিনারি ডায়াগনস্টিক সেন্টার বলছে, ‘দুঃখজনকভাবে এ প্রাকৃতিক আচরণটি অনেকেই ভুলভাবে ব্যাখ্যা করেন এবং তখন অনেকে নিষ্ঠুর আচরণ করেন — কুকুরকে লাথি মারা, আঘাত করা বা জোরপূর্বক আলাদা করার চেষ্টা করেন।’

প্রতিষ্ঠানটির ফেসবুক পোস্টে এরপর বলা হয়, ‘‘কিন্তু চলুন জেনে নিই, আসলে কী ঘটে তখন। কুকুরের প্রজনন প্রক্রিয়ায় একাধিক ধাপ থাকে। এর মধ্যে একটি ধাপ হলো ‘টাই’ বা আটকে থাকার ধাপ। এ সময় পুরুষ কুকুরের যৌনাঙ্গের একটি অংশ (Bulbus glandis) ফুলে যায়, আর একই সময়ে স্ত্রী কুকুরের যৌন অঙ্গে পেশি সংকোচন ঘটে— ফলে দুটি প্রাণী স্বাভাবিকভাবে আটকে যায়।’’

এতে বলা হয়, ‘এ অবস্থা ৫ থেকে ৪৫ মিনিট পর্যন্ত স্থায়ী হতে পারে। দেখতে অস্বাভাবিক মনে হলেও এটি একেবারে স্বাভাবিক এবং কুকুরদের জন্য বেদনার নয়। এ সময়টাতে প্রজননের জন্য প্রয়োজনীয় তরল নির্গত হয়। জোরপূর্বক আলাদা করলে কী হতে পারে? উভয় কুকুরের দেহে পেশি ছিঁড়ে যেতে পারে। স্ত্রী কুকুরের প্রজননতন্ত্র ক্ষতিগ্রস্ত হতে পারে, এমনকি বন্ধ্যাত্ব হতে পারে। পুরুষ কুকুরের অভ্যন্তরীণ অঙ্গ, যেমন কিডনি পর্যন্ত ক্ষতির আশঙ্কা থাকে।’

প্রতিষ্ঠানটির অনুরোধ, ‘দয়া করে কুকুরের সঙ্গমের সময় হস্তক্ষেপ করবেন না। কুকুররা তাদের স্বাভাবিক প্রজনন আচরণ অনুসরণ করছে। তারা কারো ক্ষতি করছে না। যদি সত্যিই আপনি পশুপ্রেমী হন — যেমন আপনি অনলাইনে কিউট কুকুরের ছবি শেয়ার করেন — তবে বাস্তব জীবনেও তাদের প্রতি সদয় হোন। প্রকৃতিকে তার নিজস্ব নিয়মে চলতে দিন।’

এ বিষয়ে সুখবর ডটকমের পক্ষ থেকে একাধিক প্রাণী বিশেষজ্ঞের সঙ্গে কথা বললে তারা জানান, ‘পুরুষ কুকুরের যৌনাঙ্গ অন্যান্য স্তন্যপায়ী প্রাণীদের থেকে কিছুটা ব্যাতিক্রম। এদের লিঙ্গ স্বাভাবিক অবস্থার একটি চামড়ার আবরণে আবৃত থাকে। যৌন মিলনের সময় উত্তেজিত অবস্থায় লিঙ্গটি চামড়ার আবরণ থেকে বের হয়ে আসে। এদের লিঙ্গের তলদেশ বরাবর লম্বা ও সরু একটি হাড় থাকে।’

তারা বলেন, ‘এ হাড়কে বলে ব্যাকুলাম (Baculum) বা পেনাইল বোন (Penile Bone)। লিঙ্গের সামনের দিকে তলদেশ বরাবর মাংসপেশিতে নির্মিত একধরনের বিশেষ গ্রন্থি থাকে। এ গ্রন্থিকে বলে বাল্বাস গ্লান্ডিস (bulbus glandis) বা পেনাইল বাল্ব (penile bulb)। এ বাল্বাস গ্লান্ডিসের কারণে কুকুর যৌন মিলনের সময় আটকে যায়। এ ধরনের হাড় ও বাল্বাস গ্লান্ডিস আর কোনো স্তন্যপায়ী প্রাণীতে সাধারণত দেখা যায় না।’

অধ্যাপক ইমদাদুল হক প্রাণী সেবা কেন্দ্র ও ভেটেরিনারি ডায়াগনস্টিক সেন্টার মনে করে, ‘সচেতনতা ও সহানুভূতি —এ দুটিই সবচেয়ে বড় মানবতা। সব প্রাণীর প্রতি সদয় হোন।’

কুকুর

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন