বুধবার, ২৩শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
৮ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আরও ১৩টি দল ও জোটের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান উপদেষ্টা *** ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে প্রস্তুত ইরান, পরমাণু কর্মসূচি চলবে: পেজেশকিয়ান *** নির্বাচন কমিশন গঠনপ্রক্রিয়া নিয়ে একমত হয়েছে সবাই: আলী রীয়াজ *** পাকিস্তানকে কাঁপিয়ে সেরা দশে মোস্তাফিজ *** মৃতের সংখ্যা নিয়ে গুজব: গণমাধ্যম তদন্ত করলে সহযোগিতা করবে আইএসপিআর *** এশিয়ার সেরা নির্মাতার পুরস্কার পাচ্ছেন ইরানি পরিচালক জাফর পানাহি *** স্বেচ্ছায় পদত্যাগের অভিপ্রায় নেই, নিয়োগকর্তা বললে চলে যাব: শিক্ষা উপদেষ্টা *** গাজায় যুদ্ধাপরাধ, দুই ইসরায়েলি সেনাকে জিজ্ঞাসাবাদ করল বেলজিয়াম *** আজ ১৩টি দলের সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা *** এইচএসসির স্থগিত ২২শে ও ২৪শে জুলাইয়ের পরীক্ষা একই দিনে: শিক্ষা উপদেষ্টা

সারাবিশ্বে কমতে পারে নিত্যপণ্যের দাম

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:২১ অপরাহ্ন, ৯ই জানুয়ারী ২০২৫

#

ফাইল ছবি (সংগৃহীত)

বিশ্ববাজারে চলতি বছর নিত্যপণ্যের দাম কমতির দিকে থাকার পূর্বাভাস দিয়েছে মার্কিন বাজার গবেষণা প্রতিষ্ঠান ট্রেডিং ইকোনোমিকস। চালের পাশাপাশি কমতে পারে আলু ও চিনির দাম। তবে সূর্যমুখী তেল ও কফির দাম ঊর্ধ্বমুখী থাকবে বলে ধারণা করছে প্রতিষ্ঠানটি।

বর্তমানে বিশ্ববাজারে প্রতি মেট্রিক টন চাল বিক্রি হচ্ছে ৩১৪ ডলারে। চলতি বছরের প্রথম প্রান্তিক তথা মার্চ শেষে এই দাম হবে ৩০২.৫৭ ডলার। আর চতুর্থ প্রান্তিক তথা বছর শেষে দাম কমে হতে পারে ২৮৫.৮৩৭ ডলার। অর্থাৎ চলতি বছর বিশ্ববাজারে প্রতি মেট্রিক টন চালের দাম প্রায় ১৭ ডলার কমার পূর্বাভাস মিলছে।

প্রতি ১০০ কেজি আলু বর্তমানে কেনাবেচা হচ্ছে ৩০ ইউরোতে। ২০২৫ সালের প্রতি প্রান্তিকেই কমতে কমতে বছর শেষে নিত্যপণ্যটির দাম ২৬ ইউরোতে নামার সম্ভাবনা দেখছে ট্রেডিং ইকনোমিকস।

সূর্যমুখী তেলের বর্তমান দাম প্রতি টন ১২৪৭ ডলার হলেও ঊর্ধ্বমুখী প্রবণতায়, মার্চ শেষে এই দাম বেড়ে দাঁড়াবে ১২৮৪ ডলারে। চলতি বছরের শেষ প্রান্তিকে যা হবে ১৩৩১ ডলার। অর্থাৎ চলতি বছর প্রতি মেট্রিক টন সূর্যমুখীর দাম বাড়বে প্রায় ৮৪ ডলার।

এদিকে প্রতি পাউন্ড কফি বিক্রি হচ্ছে ৩২০ ডলারে। বছরের প্রথম প্রান্তিকে এই দাম ৩৩০ ডলারে ঠেকতে পারে। বছর জুড়ে বেড়ে এই পানীয়টির দাম শেষ প্রান্তিকে এসে দাঁড়াবে পাউন্ড প্রতি ৩৫৮ ডলার।

আর প্রতি পাউন্ড চিনি বর্তমানে ১৯ ডলারে বিক্রি হলেও মার্চ শেষে বিশ্ববাজারে এই পণ্যের দাম কমে দাঁড়াবে ১৮ দশমিক ৮৫ ডলারে। তবে ডিসেম্বরে গিয়ে দাম কমে হতে পারে ১৭ দশমিক ৬০ ডলার।

ওআ/কেবি

নিত্যপণ্য

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন