বুধবার, ২৩শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
৮ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘ফ্যাসিবাদবিরোধী ঐক্য’ সংহত করতে ৪ দলের সঙ্গে প্রধান উপদেষ্টার জরুরি বৈঠক *** লিটন দাস জয় উৎসর্গ করলেন নিহতদের স্মরণে *** সহজ ম্যাচ কঠিন করে জিতে সিরিজ বাংলাদেশের *** বিমান বিধ্বস্তের ঘটনায় শিক্ষার্থীদের সব দাবি যৌক্তিক বলে মনে করে সরকার *** বিএনপি-জামায়াতসহ চার দলের নেতাদের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা *** প্রধানমন্ত্রী দলীয় প্রধান হতে পারবেন না—এই দাবির যৌক্তিকতা নেই: সালাহউদ্দিন *** আখের চিনি দিয়ে ‘ট্রাম্প ভার্সন’ বাজারে আনছে কোকা-কোলা *** বিমান বিধ্বস্তে হতাহতদের সব ধরনের সহায়তা দিচ্ছে সরকার: প্রেস উইং *** ফরিদা পারভীনের শারীরিক অবস্থার উন্নতি, ফিরেছেন বাসায় *** জাকেরের ফিফটিতে পাকিস্তানকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ

ক্যানসারে আক্রান্ত গিটারিস্ট ইমরানের জন্য কনসার্ট

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ১০:৪২ পূর্বাহ্ন, ১৪ই জুলাই ২০২৫

#

‘কনসার্ট ফর ইমরান’-এর পোস্টার। ছবি: সংগৃহীত

ক্যানসারে আক্রান্ত মেকানিক্স ব্যান্ডের সাবেক গিটারিস্ট ইমরান আহমেদ। তার চিকিৎসার জন্য তার পাশে দাঁড়িয়েছেন দেশের সংগীতাঙ্গনের মানুষরা। ইমরানকে সাহায্য করার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন শিল্পীরা। এবার ইমরানের চিকিৎসার সহায়তার জন্য আয়োজন করা হয়েছে কনসার্ট।

‘কনসার্ট ফর ইমরান’ শিরোনামের কনসার্টটি আয়োজন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যান্ড সোসাইটি। আগামী ২৫শে জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে বেলা ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে এই আয়োজন। এতে গান শোনাবে ব্যান্ড আপেক্ষিক, দুর্গ, ডিইউবিএস পারফরম্যান্স টিম, হাইওয়ে, মেকানিক্স, নিভানিয়া, পাওয়ারসার্জ, রকসল্ট ও সোনার বাংলা সার্কাস। শিগগিরই টিকিটের বিষয়ে বিস্তারিত জানানো হবে।

এর আগে ইমরানকে সাহায্য করতে মেকানিক্স ব্যান্ডের ফেসবুক পেজে শেয়ার করা হয়েছে একাধিক ব্যাংক অ্যাকাউন্ট নম্বর। পোস্টে লেখা হয়েছে, ‘এই লড়াইয়ে টিকতে ইমরানের দরকার সবার সাহায্য। একসঙ্গে থাকলে পথটা সহজ হয়। চলুন আমরা ইমরানের পাশে দাঁড়াই।’

গণমাধ্যমকে ইমরান বলেন, ‘গত জুন মাসে খাদ্যনালির ক্যানসার ধরা পড়েছে। চিকিৎসক বেশ কিছু টেস্ট দিয়েছেন, সেগুলো করালে বোঝা যাবে ক্যানসারটা ছড়িয়েছে কী না। চিকিৎসার জন্য অনেক টাকার দরকার, কিন্তু আমার সেই পরিমাণ টাকা নেই। খরচ এত বেশি যে আমার পরিবারের পক্ষেও সেটা সম্ভব হচ্ছে না। ব্যান্ডের সদস্যদের জানিয়েছি, তারা পাশে দাঁড়াচ্ছেন। তবে চিকিৎসার এই দীর্ঘ পথে যদি আরও অনেকে পাশে থাকেন, তাহলে হয়তো এগোনো সহজ হবে।’

২০০৬ সালে যাত্রা করা ‘মেকানিক্স’ ব্যান্ডের প্রাথমিক লাইনআপে ছিলেন আফতাবুজ্জামান ত্রিদিব (ভোকাল), রুশো খান (বেজ), এসকে রিয়াজ (ড্রামস) ও তামজিদ খান (গিটার)। তাদের সঙ্গে লিড গিটারিস্ট হিসেবে যোগ দেন ইমরান আহমেদ। ২০০৮ সালে মেকানিক্স ব্যান্ড ছেড়ে দেন ইমরান। এরপর আর কোনো ব্যান্ডের সঙ্গে যুক্ত হননি তিনি।

জে.এস/

গিটারিস্ট ইমরান আহমেদ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন