বুধবার, ১০ই সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ
২৬শে ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** মিয়ানমারের খনিজ পেতে বিদ্রোহীদের সঙ্গে আলোচনায় ভারত *** ব্রিটেনে উৎসবমুখর পরিবেশে উদীচীর দ্বাদশ সম্মেলন *** জয় উপলক্ষে দোয়া ও শব্বেদারি কর্মসূচি ছাত্রশিবিরের, হবে না আনন্দমিছিল *** ডাকসুতে বিজয়ীদের অভিনন্দন জানালেন বিএনপির সালাহউদ্দিন *** টইটুম্বুর কাপ্তাই লেক, খুলে দেওয়া হল বিদ্যুৎকেন্দ্রের ১৬টি জলকপাট *** প্রথম বাংলাদেশি হিসেবে দক্ষিণ আফ্রিকার লিগে তাইজুল *** শিল্পী‌দের প্রতিবাদ, ইসরা‌য়ে‌লের স‌ঙ্গে কাজ না করার ঘোষণা ১২ শর বে‌শি শিল্পী ও নির্মাতার *** ডাকসু নির্বাচনে ২৮ পদের ২৩টিতেই জয়ী শিবির, একটিও পায়নি ছাত্রদল *** শিক্ষার্থীদের প্রত্যাশা আমাদের প্রত্যাশা, সবাই একসঙ্গে কাজ করব: সাদিক কায়েম *** ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী সেবাস্তিয়েন লেকোর্নু

ভারত–চীনের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপ করতে ইইউকে চাপ ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০২:০৩ অপরাহ্ন, ১০ই সেপ্টেম্বর ২০২৫

#

প্রতীকী ছবি

ভারত ও চীনের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপ করতে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতি আহ্বান জানিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল মঙ্গলবার (৯ই সেপ্টেম্বর) ইইউ কর্মকর্তাদের এই আহ্বান জানান তিনি। মূলত, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে চাপের মুখে ফেলতে আমেরিকার কৌশলের অংশ হিসেবে এমন অনুরোধ জানান তিনি। এক মার্কিন কর্মকর্তা ও এক ইইউ কূটনীতিক বার্তা সংস্থা রয়টার্সকে বিষয়টি নিশ্চিত করেছেন।

নাম প্রকাশ না করার শর্তে মার্কিন ওই কর্মকর্তা জানিয়েছেন, ট্রাম্প ইউরোপীয় ইউনিয়নকে চীন ও ভারতের ওপরও ব্যাপক শুল্ক আরোপে উৎসাহিত করেছেন। একই ধরনের অবস্থান ব্যক্ত করেছেন নাম প্রকাশে অনিচ্ছুক ইইউ কূটনীতিক।

চীন ও ভারত রাশিয়ার তেলের বড় ক্রেতা। ফলে ইউক্রেনে ২০২২ সালে শুরু হওয়া রাশিয়ার সম্প্রসারিত আগ্রাসন অব্যাহত রাখতে রাশিয়ার অর্থনীতিকে টিকিয়ে রাখার ক্ষেত্রে এই দুই দেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

সূত্র দুটি জানিয়েছে, ট্রাম্প এই অনুরোধ করেন এক ভিডিও কনফারেন্সের মাধ্যমে। এতে ইইউর নিষেধাজ্ঞা বিষয়ক বিশেষ দূত ডেভিড ও সুলিভানসহ কয়েকজন ইউরোপীয় কর্মকর্তা উপস্থিত ছিলেন। বর্তমানে এই ইইউ প্রতিনিধি দল নিষেধাজ্ঞা সমন্বয় নিয়ে আলোচনা করতে ওয়াশিংটনে অবস্থান করছে।

ইইউ কূটনীতিক জানান, আমেরিকা পরিষ্কার করে বলেছে, ইইউ যদি এই প্রস্তাবে রাজি হয় তবে আমরাও একইভাবে শুল্ক আরোপ করব। ওই কূটনীতিকের ভাষায়, ‘মূলত তারা বলছে, আমরা এটা করব, তবে তোমাদের আমাদের সঙ্গে করতে হবে।’ মার্কিন এই অনুরোধ বাস্তবায়িত হলে ইইউর কৌশলে পরিবর্তন আসবে। কারণ এতদিন ইইউ মূলত শুল্কের বদলে নিষেধাজ্ঞার মাধ্যমে রাশিয়াকে বিচ্ছিন্ন করার পথ বেছে নিয়েছিল।

এর আগে, ব্রিটেনের সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমস প্রথম এই খবর প্রকাশ করে। ট্রাম্প এর আগেও বহুবার হুঁশিয়ারি দিয়েছেন যে, রাশিয়ার অপরিশোধিত তেল কেনার শাস্তি হিসেবে তিনি ভারত ও চীনের ওপর শুল্ক বসাবেন। গত গ্রীষ্মে ট্রাম্প ভারতের ওপর শুল্ক ২৫ শতাংশ বাড়িয়েছিলেন, আংশিকভাবে ভারতের ক্রেমলিনের সঙ্গে অর্থনৈতিক সম্পর্কের কারণে। তবে এখনও তিনি তার আলোচিত কঠোর পদক্ষেপগুলোর কোনোটি কার্যকর করেননি।

ট্রাম্প একাধিকবার অভিযোগ করেছেন যে, ইউরোপ নিজেই এখনও পুরোপুরি রাশিয়া থেকে আলাদা হতে পারেনি। গত বছরও ইউরোপীয় ইউনিয়নের গ্যাস আমদানির প্রায় ১৯ শতাংশ এসেছিল রাশিয়া থেকে। যদিও ইইউ বলছে, তারা সম্পূর্ণভাবে রাশিয়ান জ্বালানির ওপর নির্ভরতা শেষ করতে প্রতিশ্রুতিবদ্ধ।

এরপর, গতকাল মঙ্গলবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প ইঙ্গিত দেন, আমেরিকা বরং ভারতের সঙ্গে বাণিজ্য বাড়াতে পারে। তিনি লেখেন, যুক্তরাষ্ট্র ও ভারত বর্তমানে দুই দেশের মধ্যে বাণিজ্যিক বাধা দূর করতে কাজ করছে। এ সময় তিনি আরও জানান, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে কথা বলার অপেক্ষায় আছেন।

জে.এস/

ডোনাল্ড ট্রাম্প ভারত ইউরোপীয় ইউনিয়ন শুল্ক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন