সি চিন পিং ও ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি (সংগৃহীত)
চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের আমন্ত্রণে দেশটিতে সফর করতে পারেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার (২২শে জুলাই) হোয়াইট হাউসে সংবাদিকদের এ কথা বলেছেন তিনি। ট্রাম্পের এই সফরের উদ্দেশ্য দুই পরাশক্তির মধ্যে বাণিজ্য ও নিরাপত্তা নিয়ে চলমান উত্তেজনার একটি সুরাহা করা। খবর রয়টার্সের।
সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘প্রেসিডেন্ট সি আমাকে চীনে আমন্ত্রণ জানিয়েছেন। অদূর ভবিষ্যতেই আমরা এটা করব। দিনটি খুব দূরে নয়।’ চলতি বছরের শেষের দিকে ট্রাম্পের এশিয়া সফরের কথা রয়েছে বলে রয়টার্সকে জানিয়েছে দুটি সূত্র। তখন দুই নেতার মধ্যে সাক্ষাতের বিষয়ে আলোচনা করেছেন ট্রাম্প ও সি চিন পিংয়ের সহযোগীরা।
তবে সাক্ষাতের ওই পরিকল্পনা এখনো চূড়ান্ত হয়নি। সূত্র জানিয়েছে, চলতি বছরের ৩০শে অক্টোবর থেকে ১লা নভেম্বর দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠেয় এশিয়া–প্যাসিফিক ইকোনমিক কো–অপারেশন সম্মেলনে যোগ দেওয়ার সময়ে চীনে যাত্রাবিরতি দিয়ে সির সঙ্গে দেখা করতে পারেন ট্রাম্প। ওই সম্মেলনের ফাঁকেও তাদের সাক্ষাৎ হতে পারে।
আরেকটি সম্ভাব্য তারিখ হলো ৩রা সেপ্টেম্বর। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তির ৮০ বছর পূর্তি উপলক্ষে সেদিন বেইজিংয়ে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সে সময় চীন সফর করতে পারেন ট্রাম্প। ওই অনুষ্ঠানে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের যোগ দেওয়ার পরিকল্পনাও রয়েছে।
জে.এস/
খবরটি শেয়ার করুন