বুধবার, ২৩শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
৮ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** রক্ষণাবেক্ষণের কাজে কর্ণফুলী টানেলে ৪ দিন যান চলাচল সীমিত থাকবে *** শুল্কে সুবিধা পেতে আমেরিকার গম বাড়তি দামে কিনবে সরকার *** টুঙ্গিপাড়ায় ২৮২ জনের বিরুদ্ধে পুলিশের মামলা *** ভোটের দিন গণমাধ্যমকর্মীদের জন্য নীতিমালা জারি ইসির *** বাংলাদেশ থেকে যাওয়া ১০ হাজার হিন্দু পরিবারকে জমি দিচ্ছেন যোগী আদিত্যনাথ *** জেমসের কনসার্টের আয়ের অংশ দেওয়া হবে ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের *** অতি দ্রুত নির্বাচনই উত্তরণের পথ: মির্জা ফখরুল *** আরও ১৩টি দল ও জোটের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান উপদেষ্টা *** ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে প্রস্তুত ইরান, পরমাণু কর্মসূচি চলবে: পেজেশকিয়ান *** নির্বাচন কমিশন গঠনপ্রক্রিয়া নিয়ে একমত হয়েছে সবাই: আলী রীয়াজ

বিশ্বজুড়ে বিভিন্ন পদে ১৭,৩০০ কর্মী নিয়োগ দেবে এমিরেটস

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০১:০৬ অপরাহ্ন, ২৩শে জুলাই ২০২৫

#

ছবি: এমিরেটস গ্রুপ

সংযুক্ত আরব আমিরাতের দুবাইভিত্তিক গ্রুপ এমিরেটস। এর অন্তর্ভুক্ত রয়েছে ‘এমিরেটস এয়ারলাইন’ ও গ্রাউন্ড হ্যান্ডেলিং ইউনিট ‘ডিনাটা’। এই দুটি বিভাগে চলতি বছরের মধ্যেই ১৭ হাজার ৩০০ জন নতুন কর্মী নিয়োগের ঘোষণা দিয়েছে এমিরেটস গ্রুপ। প্রতিষ্ঠানটি জানিয়েছে, ৩৫০টির বেশি ভিন্ন ভিন্ন পদের জন্য এই নিয়োগ প্রক্রিয়া পরিচালিত হবে। সম্প্রসারণ পরিকল্পনা ও ভবিষ্যৎ সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

গতকাল মঙ্গলবার (২২শে জুলাই) এক বিবৃতিতে এমিরেটস জানায়, বিশ্বব্যাপী প্রতিভাবান কর্মী খোঁজার এই অভিযানে বিভিন্ন দেশের শহরে ২ হাজার ১০০টির বেশি ওপেন ডে ও নিয়োগ সংক্রান্ত ইভেন্ট আয়োজন করা হবে। এর মধ্যে দুবাইতে আয়োজিত অনুষ্ঠানগুলোর মাধ্যমে সংযুক্ত আরব আমিরাতের শিক্ষার্থী ও নতুন গ্র্যাজুয়েটদেরও যুক্ত করার পরিকল্পনা রয়েছে। খবর দ্য ন্যাশনালের।

চাকরির ক্ষেত্রগুলোতে থাকছে—কেবিন ক্রু, পাইলট, প্রকৌশলী, বাণিজ্যিক ও বিক্রয় দল, গ্রাহক সেবা, গ্রাউন্ড হ্যান্ডেলিং, কেটারিং, তথ্যপ্রযুক্তি, মানবসম্পদ ও আর্থিক বিভাগ। এ ছাড়া ‘ডিনাটা’ আলাদাভাবে ৪ হাজারের বেশি কর্মী নিয়োগ করবে শুধু কেটারিং ও গ্রাউন্ড হ্যান্ডেলিংয়ের জন্য।

এমিরেটস গ্রুপ ও এয়ারলাইনের চেয়ারম্যান এবং সিইও শেখ আহমেদ আল মাকতুম বলেছেন, ‘আমরা বিশ্বমানের প্রতিভা খুঁজছি, যারা আমাদের সাহসী লক্ষ্যকে বাস্তবায়ন করতে সহায়তা করবে।’

আমিরাত-ভিত্তিক সংবাদমাধ্যম ‘দ্য ন্যাশনাল’ জানিয়েছে, ২০২২ সাল থেকে এখন পর্যন্ত এমিরেটস গ্রুপ ৪১ হাজার কর্মী নিয়োগ দিয়েছে। এর মধ্যে ২৭ হাজার কর্মী বিভিন্ন অপারেশনাল পদে। বর্তমানে তাদের মোট কর্মী সংখ্যা ১ লাখ ২১ হাজার ছাড়িয়েছে।

দুবাইভিত্তিক কর্মীদের জন্য এমিরেটস বিভিন্ন সুবিধা প্রদান করে, যেমন—লভ্যাংশ শেয়ারের সুযোগ, চিকিৎসা ও জীবনবিমা, ভ্রমণ সুবিধা (ফ্লাইট টিকিট সহ), বার্ষিক ছুটি, ছাড়মূল্যে কার্গো সেবা। এ ছাড়া বিভিন্ন দোকান, রেস্টুরেন্ট ও লাইফস্টাইল পণ্য বিক্রির কেন্দ্রে ডিসকাউন্ট কার্ডও প্রদান করে।

জে.এস/

দুবাই সংযুক্ত আরব আমিরাত এমিরেটস

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন