শুক্রবার, ৩রা অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
১৮ই আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** তেহরান থেকে রাজধানী অন্যত্র সরিয়ে নেবে ইরান, নেপথ্যে পানি *** গাজা অভিমুখী নৌবহরে ইসরায়েলি সেনাদের আক্রমণ, ধরে নেওয়া হলো অধিকারকর্মীদের *** ৪৭ দেশের ৪৪৩ স্বেচ্ছাসেবীকে অপহরণ করেছে ইসরায়েল *** মর্ত্য ছেড়ে কৈলাসে ফিরলেন দুর্গতিনাশিনী *** শহিদুল আলমের জাহাজ এখনো আটক হয়নি, দিলেন ভিডিওবার্তা *** পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের বিশ্বকাপ শুরু *** এনসিপিকে শাপলা দিলে মামলা করব না, তবে ইসি দিতে পারে না: মান্না *** শুধু থালাবাটি নয়, এনসিপির জন্য আছে লাউ-বেগুন-কলাসহ ৫০ প্রতীক *** ঝড় উপেক্ষা করে গাজার পথে ফ্লোটিলা, শহিদুল আলমের ভিডিও বার্তা *** ইসরায়েলি সব কূটনীতিককে কলম্বিয়া থেকে বের হয়ে যাওয়ার নির্দেশ প্রেসিডেন্ট পেত্রোর

একই ব্যক্তির দেহে তিনটি পুরুষাঙ্গ!

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:০৩ অপরাহ্ন, ৪ঠা মার্চ ২০২৫

#

প্রতীকী ছবি

একই ব্যক্তির দেহে তিন তিনটি যৌনাঙ্গ! একটি দৃশ্যমান ছিল, কিন্তু বাকি দু’টি যৌনাঙ্গ শরীরের ভেতরে ছিল। কিছুদিন আগে এমনই বিরল ঘটনার সাক্ষী হয়েছেন বার্মিংহাম বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। গত বছরের শেষে বার্মিংহাম বিশ্ববিদ্যালয়ে চিকিৎসা গবেষণার জন্য দেহ দান করেন এক ব্যক্তি। সেই দেহের পরীক্ষা-নিরীক্ষা করার সময় চিকিৎসকরা তা দেখে চোখ মাথায় ওঠার উপক্রম! চিকিৎসকরা জানিয়েছেন, ওই মৃত ব্যক্তির শরীরে তিনটি পুরুষাঙ্গ ছিল। যা চিকিৎসা বিজ্ঞানে ‘ট্রিফেলিয়া’ নামে পরিচিত।

ঘটনাটি ঘটেছে বার্মিংহাম বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল স্কুলে। জন বুকানন নামের এক গবেষকের নেতৃত্বে ৭৮ বছর বয়সী এক ব্যক্তির দেহ ময়নাতদন্ত করছিলেন চিকিৎসকরা। তখনই তারা জানতে পারেন যে, ওই ব্যক্তির জন্ম থেকেই তিনটি যৌনাঙ্গ ছিল। একটি যৌনাঙ্গ দৃশ্যমান ছিল, কিন্তু বাকি দু’টি শরীরের ভেতরে ছিল। ভেতরের দু’টি ছোট লিঙ্গ স্তুপিকৃত আকারে ছিল এবং সেগুলোর আকার প্রধান লিঙ্গের থেকে অনেকটাই ছোট।

বুকানন জানিয়েছেন, এই ধরনের ঘটনাকে বিজ্ঞানের পরিভাষায় ‘পলিফেলিয়া’ বলা হয়, যার অর্থ একাধিক যৌনাঙ্গ থাকা। তিনটি যৌনাঙ্গ থাকার ঘটনাকে ‘ট্রিফেলিয়া’ বলা হয়। যা খুবই বিরল। ১৬০৬ থেকে ২০২৩ সাল পর্যন্ত পলিফেলিয়ার একাধিক উদাহরণ খুঁজে পাওয়া যায়। তবে ট্রিফেলিয়ার উদাহরণ এর আগে শুধু একবারই নথিভুক্ত করা হয়েছিল। ২০২০ সালে ইরাকের তিন মাস বয়সী একটি শিশুর শরীরে প্রথম তিনটি পুরুষাঙ্গের দেখা মিলেছিল। কিন্তু সেক্ষেত্রে সব লিঙ্গই বাইরে থেকে দেখা যাচ্ছিল। ফলে চিকিৎসকরা অস্ত্রোপচারের মাধ্যমে শিশুটিকে সুস্থ করে তোলেন।

এক্ষেত্রে যেহেতু বাকি দুই যৌনাঙ্গ দেহের ভেতরে ছিল, তাই সম্ভবত সংশ্লিষ্ট ব্যক্তি কোনোদিন বুঝতেই পারেননি যে, তিনি এই বিরল রোগের শিকার। কিন্তু কেন এমন হয়? তা বিশেষজ্ঞরা নিশ্চিতভাবে বলতে পারছেন না। বার্মিংহাম বিশ্ববিদ্যালয়ের চিকিৎসকরাও ঘটনাটি নিয়ে আরো গবেষণা করছেন। তবে এই নিয়ে কোনো দ্বিমত নেই যে, ঘটনাটি চিকিৎসা বিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ ঘটনা। যা মানব শরীরের গঠন ও জটিলতা সম্পর্কে আরও জানার সুযোগ করে দিয়েছে গবেষকদের।

কেসি/এইচ.এস


যৌনাঙ্গ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250