ছবি: সংগৃহীত
লন্ডন থেকে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া আগামী সোমবার (৫ই মে) সিলেট বিমানবন্দর হয়ে ঢাকায় পৌঁছাবেন। এদিন সকালে সিলেট এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে তার এক ঘণ্টা যাত্রাবিরতির কথা রয়েছে। একই বিমানে তার সঙ্গে পুত্রবধূ সিলেটের বনেদি পরিবারের সন্তান জোবাইদা রহমানও দেশে ফিরছেন।
যাত্রাবিরতিকালে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে স্বাগত জানাতে ব্যাপক প্রস্তুতি নিয়েছেন নেতাকর্মীরা। ওই দিন সকাল ৮টায় নেতাকর্মীদের বিমানবন্দরে থাকার জন্য নির্দেশ দিয়েছেন সিলেট জেলা ও মহানগর বিএনপির নেতারা।
বিমানের সিলেট জেলা ব্যবস্থাপক শাহনেওয়াজ মজুমদার বলেন, লন্ডনের হিথরো বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের ফ্লাইট (বিজি-২০২) সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও তার সফরসঙ্গীদের নিয়ে রোববার সন্ধ্যা ৬টা ২০ মিনিটে দেশের পথে যাত্রা করবে।
বিমানটি বাংলাদেশ সময় সকাল ৯টা ২০ মিনিটে সিলেট এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় এক ঘণ্টার যাত্রাবিরতি করবে। এরপর সকাল ১০টা ৫ মিনিটে সেটি ঢাকার পথে উড্ডয়ন করবে। এ ফ্লাইটের সিলেটের যাত্রীরা শুধু নামতে পারবেন, আর খালেদা জিয়া বা ঢাকার যাত্রীদের ফ্লাইট থেকে নামার সুযোগ নেই। এটা তো ট্রানজিট ফ্লাইট।
এ বিষয়ে জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, ‘যাত্রাবিরতিতে আমরা ম্যাডামকে বিমানবন্দরে স্বাগত জানাব। তাকে স্বাগত জানাতে দলের নেতাকর্মীদের বিমানবন্দরে উপস্থিত হওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।’
এইচ.এস/
খবরটি শেয়ার করুন