সোমবার, ২১শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
৬ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সাগরিকার হ্যাটট্রিকে নেপালকে উড়িয়ে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ *** উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর শোক *** হাসপাতাল এলাকায় অহেতুক ভিড় না করার অনুরোধ প্রধান উপদেষ্টার *** নিরীহদের হয়রানি না করতে অনুরোধ গোপালগঞ্জ জেলা বিএনপির *** পাইলট বিমানটিকে জনবিরল এলাকায় নেওয়ার চেষ্টা করেন: আইএসপিআর *** বিসিবির সিদ্ধান্ত বদল, স্টেডিয়ামে খাবার নিয়ে ঢুকতে মানা *** বিমান দুর্ঘটনা থেকে অল্পের জন্য বাঁচলেন অভিনেত্রী সানা *** জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনা মুলতবি *** বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় প্রধান উপদেষ্টার শোক *** আগামীকাল একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা

খালেদা জিয়ার সঙ্গে ফিরোজায় বিএনপির নেতাদের ঈদ শুভেচ্ছা বিনিময়

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১২:১৭ পূর্বাহ্ন, ৮ই জুন ২০২৫

#

শনিবার (৭ই জুন) ঈদুল আজহার রাতে রাজধানীর গুলশানের বাসা ‘ফিরোজা’য় খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা। ছবি: সংগৃহীত

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেছেন দলের স্থায়ী কমিটির সদস্যরা। শনিবার (৭ই জুন) ঈদুল আজহার রাতে রাজধানীর গুলশানের বাসা ‘ফিরোজা’য় তার সঙ্গে দেখা করতে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা।

সাক্ষাতের পর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেন, ‘তিনি (খালেদা জিয়া) আপনাদের সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন, আপনাদের ঈদ মোবারক জানিয়েছেন, দেশবাসীকে ঈদ মোবারক জানিয়েছেন এবং সবাইকে তার জন্য, দেশের জন্য দোয়া করতে বলেছেন।’

খালেদা জিয়ার শারীরিক অবস্থার কথা জানিয়ে তিনি বলেন, ‘এইটুকু জানাতে চাই, তিনি সুস্থ আছেন, ভালো আছেন, আগের চেয়ে ভালো আছেন।’

চেয়ারপারসনের সঙ্গে সাক্ষাতের অনুভূতি তুলে ধরে বিএনপির মহাসচিব বলেন, ‘এটা আজকে আমাদের জন্য আনন্দের মুহূর্ত, আনন্দক্ষণ। আমাদের নেত্রী, যাকে কেন্দ্র করে আমরা দীর্ঘকাল রাজনীতি করেছি এবং যার নেতৃত্বে বিএনপি অনেক সফলতা অর্জন করেছে; যিনি বাংলাদেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন এনেছেন, সেই নেত্রীর সঙ্গে যখন আমরা কথা বলি, তখন আমরা স্বাভাবিকভাবে নতুন করে অনুপ্রাণিত বোধ করি।’

গণতন্ত্রের প্রতি খালেদা জিয়ার ‘অবিচল আস্থা’র কথা তুলে ধরে মির্জা ফখরুল বলেন, ‘তিনি বিশ্বাস করেন, গণতান্ত্রিক ব্যবস্থা ছাড়া কোনো ব্যবস্থা কোনো রাষ্ট্রের উপকার করতে পারে না। আমরা নেত্রীর সঙ্গে দেখা করেছি। সবাই সন্তুষ্টচিত্তে ফিরে যাচ্ছি। আরো সিনিয়র নেতারা আছেন, তারা দেখা করবেন।’

এইচ.এস/

খালেদা জিয়া

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন