রবিবার, ৩রা আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ
১৯শে শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** প্রবাসীদের জন্য একটি হাসপাতাল নির্মাণের প্রক্রিয়া চলমান: আসিফ নজরুল *** ৫ই আগস্ট সামনে রেখে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী *** কক্সবাজার বিমানবন্দরের রানওয়েতে উড়োজাহাজের সঙ্গে কুকুরের ধাক্কা... *** ইসরায়েলি কূটনীতিকদের আরব আমিরাত ছাড়ার নির্দেশ *** অন্তর্বর্তী সরকারের ওপর শেখ হাসিনা সরকারের ‘ছায়া’ দেখছেন আনু মুহাম্মদ *** পাকিস্তানের সামরিক বহরে অ্যাটাক হেলিকপ্টার, ঘুরে দেখলেন আসিম মুনির *** শেখ হাসিনার দুঃশাসনের বিরুদ্ধে অধ্যাপক ইউনূস একটি কথাও বলেননি: মেজর (অব.) হাফিজ *** বরিশালের কোচ হলেন মোহাম্মদ আশরাফুল *** যেভাবে চীনা ক্ষেপণাস্ত্র দিয়ে ভারতের অত্যাধুনিক যুদ্ধবিমান ভূপাতিত করে পাকিস্তান *** আমেরিকার তুলায় তৈরি পোশাক রপ্তানিতে কিছুটা শুল্ক ছাড় পাবে বাংলাদেশ: বিজিএমইএ

সম্পর্ক মধুর করবে ২-২-২ নিয়ম!

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ১১:১৬ অপরাহ্ন, ১২ই নভেম্বর ২০২৪

#

ছবি : সংগৃহীত

অনেকেই ইচ্ছে থাকলেও ব্যস্ত জীবনে সঙ্গীকে সময় দিতে পারেন না। এই সময় না দেওয়ায় সম্পর্কে তৈরি হয় নানা জটিলতা। এমনকি সম্পর্ক ভেঙ্গে যাওয়ার মতো ঘটনাও ঘটে। কীভাবে ঠিক রাখবেন সম্পর্ক?

অনেকের জীবন কাজ আর বাড়ির মধ্যে আটকে গিয়েছে। কখনও অফিসের কাজ পাহাড় সমান জমে যায়, আবার কখনও বেড়ে যায় সংসারের চাপ। ব্যস্ত জীবনে অনেকে হারিয়ে ফেলেন নিজেকেই। সেখানে সঙ্গীকে সময় দেওয়ার কথাও যেন মনে থাকে না। এ থেকেই শুরু হয় যেন, সম্পর্কের টানা-পোড়ন। এই ঘটনা নতুন নয়! অনেকের জীবনেই ঘটে চলছে হরহামেশা।

বর্তমান সময়ে কম বয়সিদের মধ্যে এই সমস্যা প্রগাঢ় হয়ে দাঁড়িয়েছে। কেউ কেউ একেবারেই সময় দিতে পারছেন না সঙ্গীকে। রাতে ঘণ্টার পর ঘণ্টা ফোনে কথা বলার সময় এখন কারও হাতে নেই। আবার রাতের খাবার টেবিলে বসেও কথা বলার সময় পান না অনেকে। এমনকি কাজের চাপে খুদেবার্তার জবাবও দিতে ভুলে যান কেউ কেউ। তাই তো দিন দিন সম্পর্কে তৈরি হচ্ছে জটিলতা। নষ্ট হচ্ছে প্রেম, ভাঙছে সংসার।

এই সমস্যার সমাধান কি? জানেন। ইন্টারনেটে মিলছে এর সমাধা। কিন্তু এটা কি আদৌ কাজে দেবে? জেনে নিতে পারেন প্রযুক্তি দুনিয়ায় ভাইরাল সেই ২-২-২ নিয়ম। হয়তো আপনার সম্পর্ক ঠিক রাখতে কাজে লাগতে পারে এই পদ্ধতিগুলো। সম্পর্ক মধুর রাখতে ২-২-২ রুলগুলো জেনে নিন।

ভাইরাল এই পদ্ধতি তিনটি বিষয়ের প্রতি গুরুত্ব দিয়েছে। প্রথমেই বলা হয়েছে, দুই সপ্তাহে অন্তত একবার সঙ্গীকে নিয়ে ডেটে যান। প্রতি দুই মাসে একবার হলেও কোথাও ঘুরতে যেতে পারেন। আর দুই বছরে অন্তত একবার সপ্তাহখানেকের জন্য কোথাও থেকে বেড়িয়ে আসতে পারেন।

আরো পড়ুন : ঘর আর অফিস ব্যালেন্স করবেন যেভাবে

যেভাবে কাজ করবে এই পদ্ধতি

সম্পর্কে সঙ্গীকে সময় দেওয়া বা তার সঙ্গে সময় কাটানো খুব জরুরি একটা বিষয়। তার জন্য কোয়ালিটি ও কোয়ান্টিটি উভয় সময়ই দিতে হবে। এই নিয়মে আপনাকে দুই সপ্তাহে অন্তত একদিন সঙ্গীর সঙ্গে ডেটে যেতে হবে। কিছুটা সময় একান্তে, নিভৃতে কাটাতে পারবেন। শেয়ার করতে পারেন একে-অপরের মনের কথা। পছন্দের খাবারও খেতে পারবেন একসঙ্গে।

অনেকের একসঙ্গে উইকএন্ড কাটানো সম্ভব হয় না। সেক্ষেত্রে প্রতি সপ্তাহে উইকএন্ড ট্রিপে যাওয়া তো কল্পনার সমান। কিন্তু সম্পর্ক ঠিক রাখতে চাইলে, দুই মাসে অন্তত একবার একটা উইকএন্ড একসঙ্গে কাটান। সেক্ষেত্রে খুব ছোট ট্রিপের প্ল্যানও করতে পারেন। ঘুরে আসতে পারেন কাছাকাছি কোনো জায়গা থেকে। এতে একদিকে যেমন সঙ্গী খুশি হবেন, অন্যদিকে আপনার মনও ভালো থাকবে।

পরিবার বা সঙ্গীর সঙ্গে সম্পর্ক পোক্ত করার সবচেয়ে সহজ উপায় ভ্যাকেশন। এটা ঠিক যে বছর বছর বড় ছুটিতে যাওয়া সম্ভব নয়। আবার এই ধরনের টু্যর অনেকটা ব্যয়বহুল। অনেকের জন্য প্রতিবছর ছুটি পাওয়া কষ্ট সাপেক্ষ হতে পারে। সেক্ষেত্রে দু’বছরে অন্তত একবার ৭-১০ দিনের ছুটি জোগাড় করতেই পারেন। পরিবার বা সঙ্গীকে নিয়ে পছন্দের ডেস্টিনেশনে ছুটি কাটাতে যেতে পারেন। এতে সম্পর্কের ভিত হবে আরও মজবুত। অন্যদিকে মানসিকভাবেও আপনি ভালো থাকবেন।

এস/ আই.কে.জে/


২-২-২ নিয়ম

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন