বৃহস্পতিবার, ১১ই সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ
২৭শে ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ৬১ বছর পর নিজেকে নির্দোষ প্রমাণ করে ছাড়লেন চোই *** নাহিদ ইসলামের নেতৃত্বে পাকিস্তান হাইকমিশনারের সঙ্গে এনসিপির বৈঠক *** তলেতলে আ.লীগের সঙ্গে আঁতাত করে ছাত্রলীগের সব ভোট নিয়েছে শিবির: মির্জা আব্বাস *** নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে আলোচনায় আসা কে এই সুশীলা কার্কি *** জাকসু নির্বাচন আজ, এখনো মেলেনি ডোপ টেস্টের ফলাফল *** শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে সাক্ষ্য দেবেন মাহমুদুর রহমান-নাহিদ ইসলাম *** নেপালের কারাগার থেকে কমিউনিস্ট নেতা টপ বাহাদুরও পালিয়েছেন *** গাজায় ত্রাণ কার্যক্রমে নিরাপত্তার দায়িত্বে ইসলামবিরোধী আমেরিকান বাইকার গ্যাং *** নেপাল থেকে জামালদের ফেরাতে বিশেষ ফ্লাইট, অপেক্ষা অনুমতির *** ঘুষকাণ্ডে বিআইডব্লিউটিএর দুই কর্মকর্তা বরখাস্ত

বিপুল সম্পত্তির ভাগ জটিলতা, আদালতে কারিশমা কাপুরের ২ সন্তান

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১০:০২ পূর্বাহ্ন, ১১ই সেপ্টেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

ভারতের প্রয়াত শিল্পপতি সঞ্জয় কাপুরের বিপুল সম্পত্তি ঘিরে আইনি জটিলতা দেখা দিয়েছে। প্রায় ৩০ হাজার কোটি রুপির এই সম্পত্তি কে পাবেন? একদিকে সঞ্জয়ের সাবেক স্ত্রী বলিউড অভিনেত্রী কারিশমা কাপুরের দুই সন্তান সামাইরা ও কিয়ান; অন্যদিকে সঞ্জয়ের তৃতীয় স্ত্রী প্রিয়া সচদেব।

গত ৪ঠা সেপ্টেম্বর দিল্লি হাইকোর্টে বিষয়টি নিয়ে শুনানি হয়। শুনানির পর খ্যাতনামা আইনজীবী মহেশ জেঠমালানির মাধ্যমে সঞ্জয় কাপুরের সন্তান সামাইরা ও কিয়ান কাপুর অভিযোগ করেছেন, প্রিয়া সচদেব জাল নথি তৈরি করে তাদের সম্পত্তির অংশ থেকে বঞ্চিত করার চেষ্টা করছেন। খবর দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের।

অন্যদিকে, প্রিয়া সচদেবের আইনজীবী রাজীব নায়ারের দাবি, সামাইরা ও কিয়ানের নামে ইতিমধ্যেই প্রায় ১৯০০ কোটি রুপি সমমূল্যের সম্পত্তি লিখে দেওয়া হয়েছে। তবু তারা সন্তুষ্ট নন।

শুরুতে প্রিয়া সচদেবের আইনজীবী রাজীব সম্পত্তির উইল দেখাতে রাজি হননি। উইল দেখাতে হলে শর্তসাপেক্ষে সামাইরা ও কিয়ানকে আগে একটি নন-ডিসক্লোজার এগ্রিমেন্ট সই করতে হবে বলে জানান রাজীব।

পরে আদালত প্রশ্ন তোলেন, ‘সন্তানদের কাছে উইল গোপন রাখার কারণ কী? প্রয়োজনে গোপনীয়তা রক্ষার ক্লাব গঠন করা যেতে পারে।’ আদালতের নির্দেশে প্রিয়া সচদেব সিল করা খামে উইল জমা দেওয়ার কথা জানিয়েছেন।

সম্পত্তির বিষয় নিয়ে সঞ্জয় কাপুরের মা রানী কাপুরও আদালতে অভিযোগ করেন। তার দাবি, কোটি কোটি টাকার সম্পত্তি থেকে তাকে বঞ্চিত করা হচ্ছে।

তিনি বলেন, ‘আমি ৮০ বছরের বৃদ্ধা। আমার স্বামী সোনা কমস্টার প্রতিষ্ঠা করেছিলেন। অথচ এখন আমার হাতে কিছুই নেই। অন্তত ১৫টি ইমেল লিখেছি, কিন্তু কোনো উত্তর পাইনি। আমার ছেলেই আমাকে নিঃস্ব করে গেছে।’

প্রসঙ্গত, সঞ্জয় কাপুর গত জুনে লন্ডনে পোলো খেলার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। মৃত্যুকালে তার বয়স ছিল ৫৩। কিছুদিন আগে সঞ্জয়ের মা রানি কাপুর অভিযোগ করেন, তার ছেলের মৃত্যু স্বাভাবিক ছিল না, এর পেছনে ষড়যন্ত্র থাকতে পারে।

জে.এস/

কারিশমা কাপুর

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন