ছবি: সংগৃহীত
অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা আ. ফ. ম. খালিদ হোসেন বলেছেন, এ বছর বাংলাদেশ থেকে নির্ধারিত ৮৭ হাজার ১০০ জন হজযাত্রীর মধ্যে ৭৪ হাজার ৩১৬ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। বাকিরা আগামী ৩১শে মে’র মধ্যে সৌদি আরব যাবেন। খবর বাসসের।
আজ বৃহস্পতিবার (২৯শে মে) সকালে রাজধানী ঢাকার বিমানবন্দর সংলগ্ন আশকোনা হজ ক্যাম্পে ধর্ম মন্ত্রণালয় আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
ধর্ম উপদেষ্টা বলেন, ‘বিমানের ভাড়া বেশি হওয়ায় অতীতে অনেকেই সময় মতো হজে যেতে পারেননি। প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সহযোগিতায় এ বছর প্রতিটি হজযাত্রীর বিমান ভাড়া ২৬ হাজার ৯৮০ টাকা কমানো হয়েছে। এছাড়া, ৮৭ হাজার ১০০ জন হজ যাত্রীর জন্য সরকার ১০ কোটি টাকা মূল্যের টিকা বিনামূল্যে সরবরাহ করেছে।’
এ ছাড়া আন্তরিকতা ও গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়ে হজ কার্যক্রমকে এগিয়ে নেয়ার জন্য তিনি বিশেষভাবে প্রধান উপদেষ্টা কে ধন্যবাদ জানান। পাশাপাশি ধর্ম উপদেষ্টা স্বরাষ্ট্র মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয়, বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয় এবং হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশসহ ধর্ম মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সকল কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
ধর্ম উপদেষ্টা বলেছেন, আগামীতে নদীপথে বড় জাহাজে করে হজযাত্রী পাঠানোর বিষয়ে আন্তরিকভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার। এ বিষয়ে নৌপরিবহন মন্ত্রণালয় ও জাহাজ নির্মাণকারী প্রতিষ্ঠানগুলোর সাথে যোগাযোগ করা হচ্ছে।
তিনি আরও জানান, পবিত্র হজ পালনের জন্য সৌদি আরবে অবস্থান করা বাংলাদেশের হজ যাত্রীদের মধ্যে ১২ জন ইতোমধ্যে মারা গিয়েছেন। এ ছাড়া আরো ৩৭ জন গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন। যারা মারা গেছেন তাদের সবারই বয়স ৬০ এর উপরে। এজন্য আগামীতে ৪৫ থেকে ৫০ বছর বয়সীদেরকে হজ পালনের জন্য উদ্বুদ্ধ করা হবে।
এদিকে ধর্ম উপদেষ্টা আজ বৃহস্পতিবার হজ ফ্লাইটে সৌদি আরব যাচ্ছেন। আগামীকাল শুক্রবার (৩০শে মে) সেখানে সরেজমিনে মক্কা-মদিনায় হজযাত্রীদের খোঁজখবর নেওয়ার কথা রয়েছে।
আরএইচ/