বুধবার, ১০ই সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ
২৬শে ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ডাকসু নির্বাচনে ২৮ পদের ২৩টিতেই জয়ী শিবির, একটিও পায়নি ছাত্রদল *** শিক্ষার্থীদের প্রত্যাশা আমাদের প্রত্যাশা, সবাই একসঙ্গে কাজ করব: সাদিক কায়েম *** ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী সেবাস্তিয়েন লেকোর্নু *** ভারত–চীনের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপ করতে ইইউকে চাপ ট্রাম্পের *** কাতারে ইসরায়েলি হামলা নিয়ে স্ববিরোধী বক্তব্য ট্রাম্পের *** পূবালী ব্যাংকে শেখ হাসিনার লকার, জব্দ করল এনবিআর *** ডাকসু নির্বাচনে কে কত ভোট পেলেন *** আইনজীবী হওয়ার স্বপ্ন নিয়ে আবার ক্লাসে ফিরেছে জয় রবিদাস *** ডাকসুর ভিপি পদে তিন হলেই সর্বোচ্চ ভোট সাদিক কায়েমের *** বিবৃতি দিয়ে রাতে নেপালের নিয়ন্ত্রণ নিল সেনাবাহিনী

বোলারদের অবদান নিয়ে যা বললেন শান্ত

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৩২ অপরাহ্ন, ১৭ই জুন ২০২৪

#

ছবি (সংগৃহীত)

নেপালের বিপক্ষে ২১ রানের জয়ে সুপার এইট নিশ্চিত করেছে বাংলাদেশ দল। এমন জয়ে স্বাভাবিকভাবে বেশ উচ্ছ্বসিত বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। সংবাদ সম্মেলনে জানিয়েছেন, তার খুশির কথা।

শান্ত বলেন, ‘প্রথমত খুবই খুশি যে আমরা সুপার এইটে যেতে পেরেছি। সত্যি কথা বলতে গেলে আমাদের ব্যাটিং ভালো হয়নি। তবে যেভাবে বোলাররা গত ৩-৪ ম্যাচে বোলিং করেছে আমি বেশ খুশি। আশা করছি তারা তাদের ফর্মটা ধরে রাখবে। ব্যাটিং গ্রুপ হিসেবে আমাদের প্ল্যানিং ঠিকভাবে করতে হবে যেন আমরা ফিরে আসতে পারি পরের রাউন্ডে।’

শান্ত আরও বলেন, ‘আসলে বোলারদের জন্য নতুন বলে সিম মুভমেন্ট থাকে। মাঝে স্পিন ধরে। যা দেখেছি গত কয়েক ম্যাচে। ব্যাটারদের জন্য কাজটা কঠিন। আমার মনে হয় বোলার হিসেবে তাদের প্ল্যান কাজে লাগাতে হবে যা তারা করে এসেছে গত কয়েক ম্যাচে।’

পেসারদের নিয়ে শান্ত বলেন, ‘উইকেটে যখন ওদের (নেপালের) যে পেসারটা নতুন বলে বল করল ২ ওভার মনে হয় তখন বুঝা যাচ্ছিল উইকেটে সিম হচ্ছিল। তখন জানতাম যে উইকেটে সিম হবে। ওদের রিস্ট স্পিনার বেশি, ২টা রিস্ট স্পিনার। আমাদের একটা ফিঙ্গার একটা রিস্ট স্পিনার সাথে (মাহমুদউল্লাহ) রিয়াদ ভাই আছে।

আমরা যখনই প্রথম দেখেছি বাইরে থেকে তখনই আমাদের ধারণা ছিল এই উইকেটে সিম হবে। আমাদের যে পেস আক্রমণ আছে, যেকোনো উইকেটে আমরা নতুন বলে কিন্তু উইকেট নিচ্ছি গত এক দেড় বছর ধরে। এই বিশ্বাস থেকেই আমি শুরুটা করেছিলাম যা তারা করে দেখিয়েছে।’

এইচআ 

টি-২০ বাংলাদেশ-নেপাল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন