ছবি: সংগৃহীত
কবি শাহজামাল সরকার
আমারে ছুঁইও না তুৃমি
কি কইবা কও,
পাতা আছে ঘাসের আঁচল
ওই খানে বও।
তোমারে না কই
ঘরে নিয়া যাও,
তাও তো পারো না
খালি কও না,
নারে সোনা না।
বাবায় যদি দুরে দেয় বিয়া
তখন তুমি চাঁদ দেখবা
কারে সাথে নিয়া।
আমার তো ঘর নাই
তোমারে নিয়া রাখমু কোথায়।
শরত পূর্ণিমায়-
বানে ধোয়া নদীর চরে,
রূপার মতো ধব ধবে
বালীর বিছানায়।
আয় পাখি আয়,
উইড়া যাই-
আকাশের নীল ঠিকানায়।
আরএইচ/
খবরটি শেয়ার করুন