ছবি: সংগৃহীত
অনেকের দাম্পত্যে দূরত্ব তৈরি হয় শুধু যৌনজীবন সুখকর হয় না বলে। ভেবে দেখুন তো, যৌনতৃপ্তি কি শুধু নির্ভর করে প্রিয়জনের সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হলে? শুধু পুরুষাঙ্গ যোনিপথ দিয়ে ভেতরে প্রবেশ করানোই কি যৌনজীবন? নাকি দীর্ঘ অপেক্ষার পর ভালোবাসার মানুষটির স্পর্শ পেলেও যৌনতার সুখ উপভোগ করা যায়? এসব বিষয়ে আনন্দবাজার পত্রিকা থেকে জানা যাক।
সম্পর্ক দীর্ঘদিনের হয়ে গেলে একে অপরের প্রতি আকর্ষণ হারাতে শুরু করেন অনেকে। শুধু শারীরিক সম্পর্কটুকুই যেন সে ক্ষেত্রে একে অপরের থেকে একমাত্র চাহিদার বিষয় হয়ে দাঁড়ায়। ভালোবাসাটুকু যেন কোথাও চাপা পড়ে যায় সম্পর্কের তিক্ততার তলায়।
যৌনতা শুধু সঙ্গমে সীমাবদ্ধ নয়। যৌনতা ভিন্নতা বিষয়, সেটা উপভোগ করা জানতে হয়। একে অপরের স্পর্শেও যৌনতা উপভোগ করা যায়। যৌন মিলনের আগে একে অপরকে আদর, কানে কানে কিছু বিশেষ মুহূর্তের কথা ভাগ করে নেওয়া, একে অপরের একটু-আধটু প্রশংসাও সঙ্গমকে আরও অনেক বেশি উপভোগ্য করে তুলতে পারে। শরীরের কোন অংশে চুম্বন সঙ্গমের ইচ্ছে বহুগুণ বাড়িয়ে দিতে পারে জানেন?
বিশেষজ্ঞদের মতে, বেশিরভাগ নারী ও পুরুষের ক্ষেত্রে ঘাড় কিংবা গলার কাছের অংশ হলো সবচেয়ে স্পর্শকাতর। আদরের শুরুতে ঘাড়ের কাছে কয়েকটি চুম্বন সঙ্গমের মূহূর্তগুলো আরও অনেক বেশি সুখকর করে তুলতে পারে।
আপনিও কি যৌনজীবন সুখকর না হওয়ার হতাশায় ভুগছেন? সঙ্গীকে একটু ভালোবাসার স্পর্শ দিয়েই দেখুন না। কে বলতে পারে, দাম্পত্যে সুখ আবার ফিরে আসবে না!
এইচ.এস/
খবরটি শেয়ার করুন