ছবি: সংগৃহীত
কুমিল্লার মুরাদনগরে ধর্ষণের শিকার হওয়া হিন্দু ধর্মাবলম্বী ওই নারীর নিরাপত্তা নিশ্চিত করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সেই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম থেকে ভুক্তভোগীর সব ছবি ও ভিডিও ২৪ ঘণ্টার মধ্যে সরাতে নির্দেশ দেওয়া হয়েছে। এ ঘটনায় করা মামলার তদন্তের অগ্রগতি আগামী ১৪ই জুলাই জানাতে নির্দেশ দিয়েছেন আদালত।
কুমিল্লার ঘটনায় করা রিটের পরিপ্রেক্ষিতে আজ রোববার (২৯শে জুন) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি সৈয়দ জাহেদ মনসুরের বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।
এর আগে গণমাধ্যমে প্রকাশিত এ-সংক্রান্ত প্রতিবেদন যুক্ত করে সুপ্রিম কোর্টের আইনজীবী মীর এ কে এম নূরুন্নবী আজ রিটটি করেন। রিটের পক্ষে তিনি নিজেই শুনানি করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শফিকুর রহমান ও তানিম খান।
খবরটি শেয়ার করুন