ছবি: সংগৃহীত
ছাত্র-জনতার অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থী-তরুণদের উদ্যোগে গঠিত ‘জাতীয় নাগরিক পার্টি’কে (দলটির নামের ইংরেজি রূপ ‘ন্যাশনাল সিটিজেনস পার্টি’-এনসিপি) কী দেখে দেশের মানুষ ভোট দেবেন, এ প্রশ্ন তুলেছেন লেখক-গবেষক ও বামপন্থী রাজনীতিবিদ বদরুদ্দীন উমর। গত বছরের ৫ই আগস্টে আন্দোলনে আওয়ামী লীগের সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর তিনি তাদের প্রশংসা করে একাধিকবার বক্তব্য দেন। এখন তিনি এনসিপির কয়েক নেতার ‘ভাবভঙ্গির’ও সমালোচনা করছেন।
এনসিপির রাজনৈতিক দল হিসেবে ঘোষণাপত্র ও গঠনতন্ত্র না থাকা, দল গঠনের পর নেতাদের ‘পারফরম্যান্স’ কেমন এবং ভবিষ্যতে দলটি ‘বড় ধরনের পরিবর্তন দেশের রাজনীতির ক্ষেত্রে আনতে পারবে’ কী না- এসব বিষয়ে কথা বলেছেন দেশের প্রবীণ নাগরিক ও বিশিষ্ট কলামিস্ট বদরুদ্দীন উমর। তিনি জাতীয় মুক্তি কাউন্সিল নামের বাম রাজনৈতিক দলের সভাপতি।
প্রবীণ হলেও একজন রাজনীতিবিদ হিসেবে সম্প্রতি গঠিত নতুন দল এনসিপি সম্পর্কে ‘স্বাভাবিক রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা’ থেকে এমন মন্তব্য করেছেন কী না, তা জানতে সুখবর ডটকমের পক্ষ থেকে আজ মঙ্গলবার (২২শে এপ্রিল) নানাভাবে চেষ্টা করেও বদরুদ্দীন উমরের বক্তব্য জানা সম্ভব হয়নি।
গবেষক বদরুদ্দীন উমর বলেন, ‘অল্পবয়স্ক ছেলেপেলে একটা পার্টি (এনসিপি) করল। তাদের প্রথম কথা হচ্ছে, কীভাবে ক্ষমতায় যাবে। তাদের ভাবখানা এমন যে, তারা নির্বাচন করবে এবং নির্বাচনে জিতে সরকার গঠন করবে।’
তিনি বলেন, ‘প্রশ্ন হলো, তাদের (এনসিপি) কী পরিচিতি আছে যে, লোকে তাদের ভোট দেবেন। স্থানীয় বিবেচনা, রাজনৈতিক বিবেচনা—এসব দেখে লোকে ভোট দেন। তাদের তো স্থানীয় ভিত্তি বলে কিছু নেই। গ্রামাঞ্চলে তাদের রাজনৈতিক পরিচিতিও নেই।’
তিনি বলেন, ‘প্রচার-প্রচারণার কারণে শহরাঞ্চলে তাদের (এনসিপি) একটা অবস্থান আছে। নির্বাচনে তাদের খুব বড় জিত হবে, সেটা আমি মনে করি না। তারা মনে করছে যে, তারা এমন অবস্থানে আছে যে, লোকে ভোট দিয়ে তাদের জিতিয়ে দেবেন। এসব হচ্ছে পরিস্থিতি সম্পর্কে যথেষ্ট ওয়াকিবহাল না থাকার বিপদ।’
বদরুদ্দীন উমর বলেন, ‘এখন তারা (এনসিপি) যেভাবে চলছে, সেটা আমার কাছে একটু অদ্ভুত মনে হচ্ছে। এ অভ্যুত্থানের (২০২৪ সালের ৫ই আগস্ট) পর নতুন পার্টি (এনসিপি) হলো। একটা বিরাট জাঁকজমকের সঙ্গে নতুন পার্টির অভিষেক হলো। তারা বড় বড় ইফতার পার্টি দিয়েছে। সোহরাওয়ার্দী উদ্যানে (ঢাকা) শামিয়ানা খাটিয়ে লোকজনকে ইফতার করিয়েছে। হোটেল ইন্টারকন্টিনেন্টালে (ঢাকা) ইফতার পার্টি দিয়েছে। আমি তো খুব বিস্মিত তাদের এই কার্যকলাপে।’
তিনি বলেন, ‘এটা যারা করছে, তাদের কতখানি জনসম্পৃক্ততা আছে, সেটা তো চিন্তা করার বিষয়। এরপর তারা যেসব কথাবার্তা বলছে, তাতে খুব আশান্বিত হওয়ার কিছু নেই যে, তারা খুব বিরাট কিছু করে ফেলবে। নতুন পার্টি ঠিক কী করবে, সেটা ভবিষ্যতেই দেখবে মানুষ; কিন্তু পার্টি হওয়ার পর তাদের যে পারফরম্যান্স, সেখানে এমন কিছু নেই, যেখানে বোঝা যাবে, তারা খুব একটা বড় ধরনের পরিবর্তন দেশের রাজনীতির ক্ষেত্রে আনতে পারবে।’
তিনি বলেন, ‘তারা (এনসিপি) বলছে, সংবিধান পরিবর্তন করতে চায়। কী ধরনের পরিবর্তন চায়, কেন পরিবর্তন চায়, তার বিস্তারিত তো কিছু দেখছি না। একটা পার্টি হয়ে গেল, অথচ তাদের ঘোষণাপত্র, গঠনতন্ত্র নেই এখনো।’ দৈনিক প্রথম আলোকে দেওয়া এক সাক্ষাৎকারে বদরুদ্দীন উমর এসব কথা বলেন।
প্রথম আলোর সঙ্গে তিনি কথা বলেন আগস্টের গণ-অভ্যুত্থানের পরবর্তী ঘটনাপ্রবাহ ও ছাত্রদের নেতৃত্বে গড়া নতুন দল এনসিপি ইত্যাদি বিষয় নিয়ে। আজ প্রথম আলোর ছাপা সংস্করণে তার সাক্ষাৎকারটি প্রকাশিত হয়েছে।
তবে প্রখ্যাত সাংবাদিক ও ইংরেজি পত্রিকা ডেইলি স্টারের সম্পাদক-প্রকাশক মাহফুজ আনাম মনে করেন, ‘আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টিতে গণতন্ত্র নেই।’ তিনি জুলাই-আগস্টের অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রদের গঠিত এনসিপির মধ্যে ‘ভবিষ্যৎ সম্ভাবনা’ দেখছেন।
মাহফুজ আনাম মনে করেন, ‘আমাদের তিনটি প্রধান রাজনৈতিক দল আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টি নিয়ন্ত্রিত হয় পরিবারতন্ত্রের ধারায়। দলের ভেতরে কোনো ধরনের গণতন্ত্র নেই। দলীয় পদ-পদবি কারা পাবে, তা এক ব্যক্তির ইচ্ছাধীন, কোনো নির্বাচন নেই।’
এইচ.এস/
খবরটি শেয়ার করুন