ছবি: সংগৃহীত
দেশের আকাশে আজ বুধবার (২৮শে মে) পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। আগামীকাল বৃহস্পতিবার (২৯শে মে) ১৪৪৬ হিজরি সনের জিলহজ মাস গণনা শুরু হবে। জিলহজ মাসের ১০ তারিখ, অর্থাৎ ৭ই জুন বাংলাদেশে পবিত্র ঈদুল আজহা উদ্যাপন হবে।
আজ বুধবার (২৮শে মে) সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররম প্রাঙ্গণে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেনের সভাপতিত্বে জাতীয় চাঁদ দেখা কমিটির এ সভা হয়।
গতকাল মঙ্গলবার (২৭শে মে) সৌদি আরবে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। সে হিসেবে দেশটিতে ১০ই জিলহজ আগামী ৬ই জুন (শুক্রবার) পবিত্র ঈদুল আজহা উদ্যাপন হবে। ঈদের আগের দিন ৫ই জুন পবিত্র হজ পালন হবে।
এইচ.এস/
খবরটি শেয়ার করুন