মঙ্গলবার, ২২শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
৭ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় আজ রাষ্ট্রীয় শোক *** সংসদে সংরক্ষিত আসন চায় দলিত সম্প্রদায় *** উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় নরেন্দ্র মোদির শোক *** সাগরিকার হ্যাটট্রিকে নেপালকে উড়িয়ে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ *** উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর শোক *** হাসপাতাল এলাকায় অহেতুক ভিড় না করার অনুরোধ প্রধান উপদেষ্টার *** নিরীহদের হয়রানি না করতে অনুরোধ গোপালগঞ্জ জেলা বিএনপির *** পাইলট বিমানটিকে জনবিরল এলাকায় নেওয়ার চেষ্টা করেন: আইএসপিআর *** বিসিবির সিদ্ধান্ত বদল, স্টেডিয়ামে খাবার নিয়ে ঢুকতে মানা *** বিমান দুর্ঘটনা থেকে অল্পের জন্য বাঁচলেন অভিনেত্রী সানা

অনলাইন জুয়া রোধে ব্যাংকগুলোকে ‘এআই’ প্রযুক্তি ব্যবহারের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৫:২৮ অপরাহ্ন, ২৮শে মে ২০২৫

#

ছবি: সংগৃহীত

অনলাইন জুয়ার প্রবণতা বেড়ে যাওয়ায় সমাজে অবক্ষয় এবং দেশে অপরাধমূলক কর্মকাণ্ডের আশঙ্কাজনক চিত্র দেখা দেওয়ায় এ কর্মকাণ্ড নিয়ন্ত্রণে আনতে ব্যাংকগুলোকে প্রয়োজনে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির সহায়তার আহ্বান জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

আজ বুধবার (২৮শে মে) বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট একটি নির্দেশনা জারি করে জানিয়েছে, দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে অনলাইন জুয়া সংক্রান্ত লেনদেনের ওপর নজরদারি বাড়াতে হবে। এমনকি কোনও মার্চেন্ট বা গ্রাহক অনলাইন জুয়ার সঙ্গে জড়িত কি না, তা প্রতিনিয়ত তদারকি করতে হবে।

এ ছাড়া অনলাইন জুয়ার সঙ্গে যদি কোনো গ্রাহক বা মার্চেন্ট জড়িত বলে সন্দেহ হলে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে এবং তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে বাংলাদেশ ব্যাংক আরও জানায়, অনলাইন জুয়ার ক্ষতিকর প্রভাব সম্পর্কে গ্রাহকদের সচেতন করতে হবে। সেই সঙ্গে যে-সব মার্চেন্ট নির্দিষ্ট কোনো এলাকায় ব্যবসার তথ্য দিয়ে ব্যাংকে নিবন্ধন করেছেন, তারা সেই এলাকাতেই ব্যবসা পরিচালনা করছেন কি না, তা নিশ্চিত করতে হবে। 

কেন্দ্রীয় ব্যাংক সংশ্লিষ্ট সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে সম্প্রতি প্রণীত ‘সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫’ অনুসরণ করারও নির্দেশনা দিয়েছে। এমনকি নির্দেশনাটি অবিলম্বে কার্যকর করার ও কঠোরভাবে বাস্তবায়ন করার নির্দেশ দেওয়া হয়েছে।

আরএইচ/


বাংলাদেশ ব্যাংক কেন্দ্রীয় ব্যাংক অনলাইনে জুয়া নিয়ন্ত্রণ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন