ছবি: সংগৃহীত
সরকারপ্রধান হিসেবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস প্রথম দ্বিপাক্ষিক সফরে চীন যান। গত ২৬শে মার্চ থেকে শুরু হয় তার চারদিনের চীন সফর। এটি অন্তর্বর্তী সরকারের সর্বোচ্চ পর্যায়ের প্রথম দ্বিপাক্ষিক সফর। বিষয়টি অধ্যাপক ড. ইউনূসের সফরকে বিশেষভাবে তাপর্যপূর্ণ করে তুলেছে বলে মনে করেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা।
অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের প্রথম দ্বিপাক্ষিক সফর হয় চীনে, গত জানুয়ারি মাসে। গত আওয়ামী লীগ সরকারের সময়ে প্রতি বছরই পররাষ্ট্রমন্ত্রীরা সাধারণত প্রথম দ্বিপক্ষীয় সফরে ভারতে যেতেন। প্রতিবেশী ও রাজনৈতিক সম্পর্কের কারণে প্রথম সফর হিসেবে ভারতকে বেছে নিতেন তারা। অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা প্রথম দ্বিপক্ষীয় সফরে চীনেই যান।
ভারতের বদলে প্রথম দ্বিপাক্ষিক সফরে প্রধান উপদেষ্টা কেন চীনকে বেছে নেন, এ বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন বিশিষ্ট অর্থনীতিবিদ ও জননীতি বিশেষজ্ঞ দেবপ্রিয় ভট্টাচার্য। তিনি ঢাকাভিত্তিক বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সঙ্গে যুক্ত।
অন্তর্বর্তীকালীন সরকারের গঠিত শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, 'চীন সব সময়ই বাংলাদেশের গুরুত্বপূর্ণ উন্নয়ন ও রাজনৈতিক অংশীদার ছিল। এমনকি আগের সরকারের আমলেও। বস্তুত, ১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের পর চীন বাংলাদেশকে স্বীকৃতি দেওয়ার পর থেকে এ সম্পর্ক শুধু বেড়েছে।'
তিনি বলেন, 'ভারতীয়দের জন্য এ সফরকে একটি বিশেষ দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করা যাক—বাংলাদেশ সরকার প্রাথমিকভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের জন্য অনুরোধ করেছিল। আমি যদি প্রধান উপদেষ্টার চিন্তাভাবনা সঠিকভাবে বুঝে থাকি, তবে তার প্রথম পছন্দ ছিল আমাদের নিকটতম প্রতিবেশী ভারতের সঙ্গে প্রথম দ্বিপক্ষীয় বৈঠক করা। দুর্ভাগ্যবশত, সেটি হয়নি।'
দেবপ্রিয় বলেন, 'ভারত সরকারের সঙ্গে শীর্ষ বৈঠকের সম্ভাবনা যখন ক্ষীণ হয়ে আসে, তখনই বাংলাদেশ সরকার চীন সফরের তারিখ চূড়ান্ত করে। এটি অন্যভাবেও ঘটতে পারত—প্রথমে ভারত, তারপর চীন। যদি আপনি সাম্প্রতিক ইতিহাস দেখেন—যখন অধ্যাপক ইউনূস ক্ষমতায় এলেন, তখন দিল্লি সর্বোচ্চ পর্যায়ে যোগাযোগ করেছিল এবং তিনি সাউদার্ন কনফারেন্সে ভার্চুয়ালি বক্তব্য দেওয়ার আমন্ত্রণ গ্রহণ করে সাড়া দিয়েছিলেন। এটি পারস্পরিক সৌজন্য ছিল।'
তিনি বলেন, 'পরে নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) ফাঁকে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে একটি বৈঠক হয়েছিল। যেখানে আমিও প্রতিনিধি দলের অংশ হিসেবে উপস্থিত ছিলাম। এরপর ভারতের পররাষ্ট্রসচিব ঢাকা সফর করেন।' ভারতীয় প্রচারমাধ্যম ফ্রন্টলাইনকে দেওয়া সাক্ষাৎকারে দেবপ্রিয় ভট্টাচার্য এসব কথা বলেন।
তার মতে, 'এসব অগ্রগতি বিবেচনা করে, আমরা অনেকেই যৌক্তিকভাবে ভারত ও বাংলাদেশের মধ্যে একটি শীর্ষ পর্যায়ের বৈঠক আশা করেছিলাম। কিন্তু এখন আমরা জানি যে, ভারত আমাদের অনুরোধের প্রতি ইতিবাচক সাড়া দিচ্ছে না। তাই যখন এটি স্পষ্ট হয়ে গেল যে, প্রথম দ্বিপক্ষীয় সফর ভারতের সঙ্গে হবে না, তখন সরকার চীনের সঙ্গে আলোচনা এগিয়ে নিয়ে যায়।'
তিনি বলেন, 'চীনে অভ্যর্থনা ছিল অভূতপূর্ব। প্রধান উপদেষ্টা বোয়াও ফোরামে অংশ নিয়েছেন, শীর্ষ সরকারি নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন, শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছেন এবং সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি লাভ করেছেন। বাণিজ্য, অর্থনৈতিক সহযোগিতা এবং এলডিসি (স্বল্পোন্নত দেশ) থেকে উত্তরণের পর বাংলাদেশের জন্য মুক্তবাজার সুবিধাসহ একাধিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। আলোচনায় তিস্তা নদী এবং বৃহত্তর বেল্ট অ্যান্ড রোড সহযোগিতাও অন্তর্ভুক্ত ছিল।'
তিনি আরও বলেন, 'ভারতের পক্ষ থেকে বাংলাদেশি রোগীদের ভিসা প্রদান কঠিন করায়, বাংলাদেশ এখন কুনমিং ও চট্টগ্রামের মধ্যে সরাসরি বিমান পরিষেবা চালুর কথা বিবেচনা করছে, যাতে চীনে চিকিৎসা পর্যটন সহজ হয়।'
এইচ.এস/