শুক্রবার, ৪ঠা জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
১৯শে আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আসাদের ঘনিষ্ঠদের যেভাবে ধরা হচ্ছে সিরিয়ায় *** সন্ত্রাসবাদের সঙ্গে জড়িত বাংলাদেশিদের ফেরত পাঠাবে মালয়েশিয়া: পররাষ্ট্র উপদেষ্টা *** এনবিআরের কমিশনারসহ ৫ কর্মকর্তার বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু *** গুপ্তচর সন্দেহে বিপুলসংখ্যক আফগানকে দেশে ফেরত পাঠাচ্ছে ইরান *** ডেঙ্গু শনাক্তে ১৯ হাজার কম্বো কিট দিল চীন *** বিশ্বকাপে চোখ রেখে এশিয়ান কাপে খেলবে বাংলাদেশ *** সরকারি চাকরি অধ্যাদেশ সংশোধন প্রস্তাব উপদেষ্টা পরিষদে অনুমোদন *** মোটর ও ইলেক্ট্রনিকস খাতে যৌথ উদ্যোগ চান বাংলাদেশ-পাকিস্তানের ব্যবসায়ীরা *** আইজিপির সঙ্গে ইউনেসকো প্রতিনিধির সাক্ষাৎ *** সাগরে ৩ নম্বর সতর্কসংকেত, সপ্তাহজুড়ে থেমে থেমে বৃষ্টির পূর্বাভাস

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১২:০৮ অপরাহ্ন, ১৫ই জুন ২০২৫

#

ছবি: সংগৃহীত

আজ দুপুরের মধ্যে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে। এতে কমতে পারে তাপমাত্রাও। গতকাল দেশের বিভিন্ন স্থানে রাতভর বৃষ্টি হয়েছে।

রাজধানী ঢাকার আকাশ আজ রোববার (১৫ই জুন) সকাল থেকেই মেঘলা। কয়েক দিনের ভ্যাপসা গরম সহ্য করছে রাজধানীর বাসিন্দারা। এর মধ্যে ১০ দিনের দীর্ঘ ছুটি শেষ হচ্ছে আজ। সকাল থেকেই কর্মস্থলমুখী মানুষ ও যানবাহনের ভিড় রাজধানীর সড়কে। ঘেমে–নেয়ে মানুষ ছুটছে কাজে।

আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা গেছে, মৌসুমি বায়ু নিষ্ক্রিয় হয়ে গিয়েছিল। কিন্তু এখন আবার তা সক্রিয় হচ্ছে। আর এ সক্রিয়তার কারণেই আজ রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক গণমাধ্যমকে জানান, মৌসুমি বায়ু আগের তুলনায় সক্রিয় হয়ে উঠছে। আজ দুপুরের মধ্যে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে। এতে তাপমাত্রা কিছুটা কমতে পারে।

আজ বর্ষা ঋতুর প্রথম মাস আষাঢ়ের প্রথম দিন। এ বছর নির্দিষ্ট সময়ের অন্তত সাত দিন আগে বৃষ্টি ঝরানো মৌসুমি বায়ুর প্রবেশ ঘটেছে বাংলাদেশে। এতে সাময়িকভাবে বৃষ্টি বাড়লেও ৮ই জুন শুরু হয় তাপপ্রবাহ। 

এদিকে গতকাল (শনিবার ১৪ই জুন) রংপুর বিভাগের সর্বত্র তাপপ্রবাহ বয়ে যায়। ওই বিভাগের ডিমলায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। রাজশাহীতে তাপমাত্রা ছিল ৩৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

আরএইচ/


তাপপ্রবাহ বৃষ্টির সম্ভাবনা ঢাকার আবহাওয়া

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন