ছবি: সংগৃহীত
যুদ্ধ বন্ধে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আমেরিকার বিশেষ দূত স্টিভ উইটকফের বৈঠকের পর আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একে ‘ভালো ও ফলপ্রসূ’ আলোচনা বলে মন্তব্য করেছেন। তিনি বলেছেন, এই বৈঠক ইউক্রেন যুদ্ধের অবসানের জন্য একটি ‘গুরুত্বপূর্ণ সুযোগ’ সৃষ্টি করেছে।
বৃহস্পতিবার (১৪ মার্চ) রাতে অনুষ্ঠিত এই বৈঠকের পর ক্রেমলিন জানিয়েছে, শান্তি প্রক্রিয়া নিয়ে তারা আমেরিকার ‘সতর্ক আশাবাদের’ সঙ্গে একমত। খবর বিবিসির।
তবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অভিযোগ করেছেন, পুতিন আলোচনার নামে যুদ্ধ দীর্ঘায়িত করতে চাইছেন।
ট্রাম্প বলেছেন, তিনি পুতিনকে অনুরোধ করেছেন, যেন ইউক্রেনের সেনাদের জীবন রক্ষা করা হয়। তবে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পাল্টা প্রতিক্রিয়ায় বলেছেন, যদি ইউক্রেনীয় সেনারা অস্ত্র সমর্পণ করেন, তবে তাদের প্রতি আন্তর্জাতিক ও রুশ আইনের ভিত্তিতে সম্মানজনক আচরণ করা হবে।
রবি.হক/এইচ.এস
খবরটি শেয়ার করুন