মঙ্গলবার, ২৯শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
১৬ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

প্রধান উপদেষ্টা দেশে ফিরেছেন

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১১:৩৬ পূর্বাহ্ন, ২৮শে এপ্রিল ২০২৫

#

ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ভ্যাটিকান সিটিতে রোমান ক্যাথলিক খ্রিষ্টানদের ধর্মগুরু পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগদান শেষে গতকাল রোববার (২৭শে এপ্রিল) দিবাগত রাতে দেশে ফিরেছেন। এর আগে গত ২১শে এপ্রিল চারদিনের সফরে তিনি কাতারে যান। খবর বাসসের।

প্রধান উপদেষ্টার অধ্যাপক মুহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম সংবাদমাধ্যমে জানান, গতকাল রোববার (২৭শে এপ্রিল) দিবাগত রাত ৩টার দিকে প্রধান উপদেষ্টা ঢাকায় এসে পৌঁছান।

এদিকে গত শনিবার (২৬শে এপ্রিল) রোমানদের ক্যাথলিক গুরু পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়। বিশ্বনেতাদের সঙ্গে অধ্যাপক ড. ইউনূসও পোপের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দেন।

এ ছাড়া অধ্যাপক ইউনূস চারদিনের সরকারি সফরে গত ২১শে এপ্রিল কাতারের রাজধানী দোহা যান। পোপের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে গত শুক্রবার (২৫শে এপ্রিল) সেখান থেকে তিনি সরাসরি ইতালির রোমে পৌঁছান।

আরএইচ/

সরকারি সফর পোপ ফ্রান্সিস প্রধান উপদেষ্টা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন