ছবি: সংগৃহীত
এবার এশিয়ান কাপ বাছাইয়ে তৃতীয় রাউন্ডে এ বছর ঘরের মাঠে তিনটি ম্যাচ খেলবে বাংলাদেশ। আর হামজা চৌধুরীর আগমনের পর থেকে দেশের ফুটবল নিয়ে বিরাজ করছে আলাদা উন্মাদনা। সেটি কাজে লাগিয়ে টিকিট বিক্রির মাধ্যমে আর্থিকভাবে লাভবান হতে চায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)৷
ঘরের মাঠে এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশ প্রথমে ১০ই জুন জাতীয় স্টেডিয়ামে আতিথ্য দেবে সিঙ্গাপুরকে। এরপর অক্টোবরে হংকং ও নভেম্বরে আসার কথা রয়েছে ভারতের। আর এ তিনটি ম্যাচকে ঘিরে রাজস্ব বাড়ানোর পরিকল্পনা করছে বাফুফে।
গতকাল বাফুফে ভবনে বাফুফের মার্কেটিং কমিটির চেয়ারম্যান ও সহ-সভাপতি ফাহাদ করিম চৌধুরী বলেন, ‘যেহেতু আমি মার্কেটিং কমিটিকে প্রতিনিধিত্ব করি, আমরা চাইব সর্বোচ্চ রাজস্ব আনার জন্য। আমাদের ফুটবল ফেডারেশনের রাজস্বের উৎস খুব একটা বেশি নেই। যেহেতু আমরা এবার তিনটি ম্যাচ হোম ভেন্যুতে খেলার সুযোগ পেয়েছি, এটাকে মাথায় রেখে এ বছর রাজস্ব বাড়ানোর জন্য বাফুফের সকলে মিলে কাজ করব।’
এদিকে আগামী ১০ই জুনে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের টিকিট অনলাইনে বিক্রি করবে বাফুফে। ফাহাদ করিম জানান, বাংলাদেশের প্রতিষ্ঠিত যেসব অনলাইন প্লাটফর্ম আছে, সেসব প্রতিষ্ঠান যেন তাদের প্রেজেন্টশনটা দেয়। কোন প্লাটফর্মে আমরা টিকিট বিক্রি করব, সেটা আগামী ১০ দিনের ভেতর ঠিক করব।’
এ ছাড়া আগামী ৫ই জুন সিঙ্গপুরের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচে হামজাকে পাওয়ার ব্যাপারে ফাহাদ করিম বলেন, ‘প্রস্তুতি ম্যাচে হামজার খেলার সম্ভাবনা আছে। তার সঙ্গে সরাসরি যোগাযোগ করছেন হেড কোচ। এখনো কোনো কিছু চূড়ান্ত হয়নি।’
আরএইচ/