ছবি: সংগৃহীত
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২০২৫ সালের ছুটির তালিকা প্রকাশ করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। সূচি অনুযায়ী, সাপ্তাহিক ছুটির বাইরে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে মোট ৭৬ দিন বন্ধ থাকবে। যার মধ্যে রমজান মাসে টানা ২৮ দিন ও ঈদুল আজহাসহ টানা ১৪ দিনের গ্রীষ্মকালীন ছুটি রয়েছে।
সোমবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপ সচিব মো. মিরাজুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আরও পড়ুন: ৪৩তম বিসিএসে ১৮৯৬ জনকে নিয়োগ দিয়ে নতুন প্রজ্ঞাপন
প্রকাশিত তালিকা অনুযায়ী, পবিত্র রমজানের ছুটি শুরু হবে ২রা মার্চ থেকে। রমজান, ঈদুল ফিতর, জুমাতুল বিদা এবং স্বাধীনতা দিবসসহ একাধিক ছুটি মিলিয়ে এ সময় টানা ২৮ দিন স্কুল বন্ধ থাকবে। দীর্ঘ এ ছুটির পর ৮ই এপ্রিল থেকে পুনরায় ক্লাস শুরু হবে।
ঈদুল আজহা এবং গ্রীষ্মকালীন অবকাশে টানা ১৪ দিনের ছুটি থাকবে। এই ছুটি শুরু হবে ৩রা জুন এবং চলবে ২২শে জুন পর্যন্ত। দুর্গাপূজা উপলক্ষ্যে এবার ৭ দিন ছুটি নির্ধারণ করা হয়েছে। লক্ষ্মীপূজা ও ফাতেহা-ই-ইয়াজ দহমসহ বেশ কয়েকটি ধর্মীয় ছুটি এ সময় অন্তর্ভুক্ত থাকবে।
এসি/কেবি
খবরটি শেয়ার করুন