ছবি: সংগৃহীত
তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, সরকার দীপ্ত টিভির সংবাদ কার্যক্রম বন্ধ করেনি। এটি দীপ্ত টিভি কর্তৃপক্ষের অভ্যন্তরীণ সিদ্ধান্ত।
আজ মঙ্গলবার (২৯শে এপ্রিল) সন্ধ্যায় সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক অনুষ্ঠানে উপদেষ্টা এসব কথা বলেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে।
সম্প্রতি সংস্কৃতিবিষয়ক উপদেষ্টাকে প্রশ্ন করাকে কেন্দ্র করে দীপ্ত টিভিসহ তিনটি টেলিভিশন চ্যানেলের সাংবাদিককে চাকরিচ্যুত করার ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনার জন্ম নেয়। এরই মধ্যে আজ দীপ্ত টিভির সংবাদ প্রচার কার্যক্রম স্থগিত করে কর্তৃপক্ষ।
এমন পরিস্থিতিতে আজ রাতে তথ্য মন্ত্রণালয় থেকে দীপ্ত টিভি প্রসঙ্গে নিজেদের অবস্থান জানিয়ে বিবৃতি দেওয়া হয়।
এইচ.এস/
খবরটি শেয়ার করুন