বুধবার, ২৩শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
৮ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘ফ্যাসিবাদবিরোধী ঐক্য’ সংহত করতে ৪ দলের সঙ্গে প্রধান উপদেষ্টার জরুরি বৈঠক *** লিটন দাস জয় উৎসর্গ করলেন নিহতদের স্মরণে *** সহজ ম্যাচ কঠিন করে জিতে সিরিজ বাংলাদেশের *** বিমান বিধ্বস্তের ঘটনায় শিক্ষার্থীদের সব দাবি যৌক্তিক বলে মনে করে সরকার *** বিএনপি-জামায়াতসহ চার দলের নেতাদের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা *** প্রধানমন্ত্রী দলীয় প্রধান হতে পারবেন না—এই দাবির যৌক্তিকতা নেই: সালাহউদ্দিন *** আখের চিনি দিয়ে ‘ট্রাম্প ভার্সন’ বাজারে আনছে কোকা-কোলা *** বিমান বিধ্বস্তে হতাহতদের সব ধরনের সহায়তা দিচ্ছে সরকার: প্রেস উইং *** ফরিদা পারভীনের শারীরিক অবস্থার উন্নতি, ফিরেছেন বাসায় *** জাকেরের ফিফটিতে পাকিস্তানকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ

এসএসসি পরীক্ষার ফল প্রকাশ হচ্ছে কবে

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১১:১৬ পূর্বাহ্ন, ১৯শে ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি: সংগৃহীত

আগামী মে মাসের মাঝামাঝি সময়ে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করার পরিকল্পনা করেছে শিক্ষা প্রশাসন। গত বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এ পরীক্ষায় ২০ লক্ষাধিক পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। আগামী ১২ই মার্চ এসএসসির তত্ত্বীয় অংশের পরীক্ষা শেষ হবে।

জানা গেছে, কোনো জটিলতা ছাড়া নির্ধারিত সময়ে পরীক্ষা শেষ করা সম্ভব হলে মে মাসের দ্বিতীয় ও তৃতীয় সপ্তাহে ফল প্রকাশের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

এ প্রসঙ্গে ঢাকা বোর্ডের চেয়ারম্যান ও আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক তপন কুমার সরকার  গণমাধ্যমকে জানান, এবার পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফল প্রকাশ করার পরিকল্পনা আছে। তত্ত্বীয় পরীক্ষা শেষ হওয়ার দিন থেকেই এ সময় গণনা শুরু হবে। সে হিসেবে মে মাসের মাঝামাঝির মধ্যে ফল প্রকাশ করার চিন্তা করা হচ্ছে।

এবার পূর্ণ সিলেবাসে এসএসসি ও সমমান পরীক্ষা হচ্ছে। এর আগে সর্বশেষ পূর্ণ সিলেবাসে এসএসসি ও সমমান হয়েছিলো ২০২০ খ্রিষ্টাব্দের ফেব্রুয়ারিতে করোনা মহামারি শুরুর আগে।

এবার পরীক্ষায় অংশ নেয়ার জন্য ২০ লাখ ২৪ হাজার ১৯২ জন শিক্ষার্থী ফরম পূরণ করেছেন। ৩ হাজার ৭০০টি কেন্দ্রে ২৯ হাজার ৭৩৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের পরীক্ষার্থীরা এসএসসি ও সমমান পরীক্ষায় দিচ্ছেন। ১৬ লাখ ৬ হাজার ৮৭৯ জন পরীক্ষার্থী এসএসসি, ২ লাখ ৯০ হাজার ৯৪০ জন পরীক্ষার্থী দাখিল ও ১ লাখ ২৬ হাজার ৩৭৩ জন পরীক্ষার্থী এসএসসি ও দাখিল পরীক্ষায় অংশ নিতে ফরম পূরণ করেছেন।

আরো পড়ুন: পাঠ্যক্রমে পর্যটন শিক্ষা অন্তর্ভুক্ত করা হবে: পর্যটনমন্ত্রী

এবার নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এসএসসির তত্ত্বীয় পরীক্ষা ১৫ই ফেব্রুয়ারি থেকে ১২ই মার্চ পর্যন্ত চলবে। ব্যবহারিক পরীক্ষা চলবে ১৩ই মার্চ থেকে ২০শে মার্চ পর্যন্ত। মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিলের তত্ত্বীয় পরীক্ষা ১৫ই ফেব্রুয়ারি থেকে ১৪ই মার্চ এবং ব্যবহারিক পরীক্ষা ১৬ই মার্চ থেকে ২১শে মার্চ পর্যন্ত চলবে। আর কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ও ভোকেশনালের তত্ত্বীয় পরীক্ষা ১৫ই ফেব্রুয়ারি থেকে ১২ই মার্চ পর্যন্ত এবং ব্যবহারিক পরীক্ষা ১৩ই মার্চ থেকে ২১শে মার্চ পর্যন্ত চলবে।

এসি/


ফল প্রকাশ এসএসসি পরীক্ষা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন