মঙ্গলবার, ২২শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
৬ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সংসদে সংরক্ষিত আসন চায় দলিত সম্প্রদায় *** উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় নরেন্দ্র মোদির শোক *** সাগরিকার হ্যাটট্রিকে নেপালকে উড়িয়ে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ *** উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর শোক *** হাসপাতাল এলাকায় অহেতুক ভিড় না করার অনুরোধ প্রধান উপদেষ্টার *** নিরীহদের হয়রানি না করতে অনুরোধ গোপালগঞ্জ জেলা বিএনপির *** পাইলট বিমানটিকে জনবিরল এলাকায় নেওয়ার চেষ্টা করেন: আইএসপিআর *** বিসিবির সিদ্ধান্ত বদল, স্টেডিয়ামে খাবার নিয়ে ঢুকতে মানা *** বিমান দুর্ঘটনা থেকে অল্পের জন্য বাঁচলেন অভিনেত্রী সানা *** জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনা মুলতবি

বিদেশে তথ্য পাচার, ভারতে আইএসআই এজেন্ট গ্রেফতার!

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৩০ অপরাহ্ন, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি: সংগৃহীত

পাকিস্তানের হয়ে চরবৃত্তির অভিযোগে গ্রেফতার হলেন ভারতীয় দূতাবাসের কর্মী। জানা গেছে, মস্কোর ভারতীয় দূতাবাসে কর্মরত ছিলেন উত্তরপ্রদেশের ওই ব্যক্তি। নিজের পদমর্যাদাকে কাজে লাগিয়েই ভারতীয় সেনার গোপন তথ্য পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআইয়ের হাতে তুলে দিতেন।

খবরে বলা হয়েছে, সূত্র মারফত ওই ব্যক্তির কার্যকলাপ জানতে পারে উত্তরপ্রদেশের সন্ত্রাসদমন শাখা। রোববার (৪ঠা ফেব্রুয়ারি) দূতাবাসের কর্মীকে গ্রেফতার করে উত্তরপ্রদেশ এটিএস। 

মস্কোর দূতাবাসের ওই কর্মীর নাম সত্যেন্দ্র সিওয়াল। রাশিয়ার দূতাবাসে মাল্টি টাস্কিং স্টাফ হিসাবে কর্মরত ছিলেন তিনি। নিজের পদমর্যাদাকে কাজে লাগিয়েই দূতাবাসের গুরুত্বপূর্ণ নথিপত্র বের করতেন। তারপর মোটা অঙ্কের অর্থের বিনিময়ে সেটা পাচার করতেন পাকিস্তানের গুপ্তচর সংস্থার কাছে। 

আরো পড়ুন: ২৮ দেশের জন্য ফ্রি-ভিসা চালু হলো ইরানে

খবরে বলা হয়েছে, মূলত তিন ধরনের তথ্য পাচার করতেন সত্যেন্দ্র। প্রতিরক্ষা ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিকল্পনার কথা আগাম ফাঁস করে দিতেন। এছাড়াও দেশের নানা সীমান্তে সেনা মোতায়েন সংক্রান্ত তথ্যও পৌঁছে যেত আইএসআইয়ের হাতে।

ভারতীয় গোয়েন্দাদের অনুমান, বেশ কয়েকদিন ধরেই তথ্য পাচার করেছেন সত্যেন্দ্র। তাকে ধরতেই শুরু হয় বিশেষ অপারেশন। গোয়েন্দা সূত্রের খবর, মোটা টাকার লোভ দেখিয়ে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় কর্মীদের হাত করার চেষ্টা করছে পাকিস্তান। সেই সূত্র ধরেই সত্যেন্দ্রকে প্রথমে সমন পাঠানো হয় উত্তরপ্রদেশ এটিএসের দফতরে। সেখানে তার বয়ানে প্রচুর অসঙ্গতি ধরা পড়ে। লাগাতার জেরার মুখে পড়ে তথ্য পাচারের অভিযোগ স্বীকার করেন সত্যেন্দ্র। সঙ্গে সঙ্গেই গ্রেফতার করা হয় তাকে।

উত্তরপ্রদেশ সন্ত্রাস দমন শাখা বিবৃতি প্রকাশ করে সত্যেন্দ্রর গ্রেফতারির খবর জানানো হয়। তাদের দাবি, সত্যেন্দ্রর মতো আরো অনেক ভারতীয় কর্মীদের টাকার লোভ দেখাচ্ছে আইএসআই। টাকার বিনিময়ে ভারতের গোপন তথ্য় কিনে নিচ্ছে তারা। এটি ভারতের নিরাপত্তার জন্য খুবই আশঙ্কাজনক।

সূত্র: এনডিটিভি 

এইচআ/  আই.কে.জে/ 

ভারত গ্রেফতার তথ্য পাচার আইএসআই এজেন্ট

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন