ছবি: সংগৃহীত
বিশ্বে বায়ুদূষণে শীর্ষ শহরগুলোর তালিকায় ঢাকার অবস্থান প্রায়ই প্রথম পাঁচটির মধ্যে থাকে। মাঝেমাঝে এর ব্যতিক্রম দেখা যায়। আজকের বায়ুমানও তেমন অবস্থায় আছে।
আজ বৃহস্পতিবার (১২ই জুন) বায়ুদূষণ ও বাতাসের গুণমান সূচক নিয়ে কাজ করা সুইস প্রতিষ্ঠান এয়ার কোয়ালিটি ইনডেক্সে সকাল ১০টার রেকর্ড অনুযায়ী ঢাকা দূষিত শহর তালিকায় ৪৬তম স্থানে রয়েছে। যেখানে গতকাল ঢাকার অবস্থান ছিল ১৮তম।
আজ ঢাকার বায়ুমান ৬৯, যা সহনীয় বাতাসের নির্দেশক। গতকাল বুধবারও (১১ই জুন) ঢাকায় সহনীয় মাত্রায় দূষণ দেখা গেছে।
আজ বায়ুদূষণের তালিকায় শীর্ষে আছে পাকিস্তানের লাহোর। শহরটির বায়ুমান ১৭৭, যা সবার জন্য অস্বাস্থ্যকর। শীর্ষ পাঁচে থাকা অন্য শহরগুলো যথাক্রমে— ইরাকের বাগদাদ, ভারতের দিল্লি, ইন্দোনেশিয়ার জাকার্তা ও নেপালের কাঠমান্ডু। শহরগুলোর বায়ুমান যথাক্রমে ১৬৮, ১৬৫, ১৪৯ ও ১৪০।
বাতাসের গুণমান সূচকের (একিউআই) মাধ্যমে দূষণের মাত্রা নির্ধারণ করে নিয়মিত বায়ু পরিস্থিতি তুলে ধরে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউ-এয়ার। তাদের তালিকার প্রতিবেদনে বলা হয়েছে, ঢাকার বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণাই দূষণের প্রধান উৎস। বেশি মাত্রার দূষণ শ্বাসতন্ত্রের রোগ, হৃদ্রোগ ও দীর্ঘ মেয়াদে ক্যানসারের মতো মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।
এইচ.এস/
খবরটি শেয়ার করুন