ছবি: সংগৃহীত
হোয়াটসঅ্যাপ ফোন নম্বর প্রকাশের কারণে অনেক সময় সরাসরি ফোন করেন অপরিচিত ব্যক্তিরা। আর এ ঝামেলা এড়াতে ‘ইউজারনেম’ সুবিধা চালু করতে যাচ্ছে হোয়াটসঅ্যাপ। খবর ইডব্লিউএনের।
হোয়াটসঅ্যাপের বিভিন্ন সুবিধা নিয়ে কাজ করা প্রতিষ্ঠান ডব্লিউএবেটা ইনফো এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। এটি চালু হলে ব্যবহারকারীরা নিজেদের ফোন নম্বর প্রকাশ না করেই পরিচিত বা অপরিচিত সবার সঙ্গে যোগাযোগ করতে পারবেন।
ডব্লিউএবেটা ইনফো এক প্রতিবেদনে জানিয়েছে, হোয়াটসঅ্যাপের বেটা সংস্করণে (২৫.১৭.১০.৭০) ইউজারনেম সুবিধা যুক্ত করার কাজ চলছে। তবে সুবিধাটির কার্যকারিতা এখনো পরীক্ষা করা না হলেও কীভাবে কাজ করবে, সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করেছে হোয়াটসঅ্যাপ।
এদিকে হোয়াটসঅ্যাপের তথ্যমতে, ‘ইউজারনেম’ সুবিধা চালু হলে ব্যবহারকারীরা অক্ষর ও সংখ্যার সংমিশ্রণে একটি ইউনিক ইউজারনেম তৈরি করতে পারবেন। এ ক্ষেত্রে ইউজারনেমে ডট (.) ও আন্ডারস্কোর (_) ছাড়া অন্য কোনো বিশেষ অক্ষর ব্যবহার করা যাবে না।
এতে আরও জানানো হয়েছে, নিরাপত্তার কথা মাথায় রেখে ইউজারনেমের শুরুতে ‘ডব্লিউডব্লিউডব্লিউডট’ (www.) এবং শেষে ডটকম (.com) বা অন্য কোনো ডোমেইন যুক্ত করা যাবে না। এ ছাড়া একই ইউজারনেম একাধিক ব্যক্তি ব্যবহার করতে পারবেন না। আর কেউ ইউজারনেম পরিবর্তন করলে, বার্তার মাধ্যমে তা অন্যদের জানিয়ে দেওয়া হবে।
হোয়াটসঅ্যাপের নতুন এ সুবিধা ব্যবহারকারীদের ব্যক্তিগত গোপনীয়তা বর্তমানের তুলনায় আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে। বিশ্লেষকরা ধারণা করছেন, খুব শিগগির সুবিধাটি পরীক্ষামূলকভাবে চালু হতে পারে।
আরএইচ/
খবরটি শেয়ার করুন