শুক্রবার, ৪ঠা জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
১৯শে আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আসাদের ঘনিষ্ঠদের যেভাবে ধরা হচ্ছে সিরিয়ায় *** সন্ত্রাসবাদের সঙ্গে জড়িত বাংলাদেশিদের ফেরত পাঠাবে মালয়েশিয়া: পররাষ্ট্র উপদেষ্টা *** এনবিআরের কমিশনারসহ ৫ কর্মকর্তার বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু *** গুপ্তচর সন্দেহে বিপুলসংখ্যক আফগানকে দেশে ফেরত পাঠাচ্ছে ইরান *** ডেঙ্গু শনাক্তে ১৯ হাজার কম্বো কিট দিল চীন *** বিশ্বকাপে চোখ রেখে এশিয়ান কাপে খেলবে বাংলাদেশ *** সরকারি চাকরি অধ্যাদেশ সংশোধন প্রস্তাব উপদেষ্টা পরিষদে অনুমোদন *** মোটর ও ইলেক্ট্রনিকস খাতে যৌথ উদ্যোগ চান বাংলাদেশ-পাকিস্তানের ব্যবসায়ীরা *** আইজিপির সঙ্গে ইউনেসকো প্রতিনিধির সাক্ষাৎ *** সাগরে ৩ নম্বর সতর্কসংকেত, সপ্তাহজুড়ে থেমে থেমে বৃষ্টির পূর্বাভাস

ফোন নম্বর গোপন রেখে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করা যাবে

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৪৯ অপরাহ্ন, ৪ঠা জুন ২০২৫

#

ছবি: সংগৃহীত

হোয়াটসঅ্যাপ ফোন নম্বর প্রকাশের কারণে অনেক সময় সরাসরি ফোন করেন অপরিচিত ব্যক্তিরা। আর এ ঝামেলা এড়াতে ‘ইউজারনেম’ সুবিধা চালু করতে যাচ্ছে হোয়াটসঅ্যাপ। খবর ইডব্লিউএনের।

হোয়াটসঅ্যাপের বিভিন্ন সুবিধা নিয়ে কাজ করা প্রতিষ্ঠান ডব্লিউএবেটা ইনফো এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। এটি চালু হলে ব্যবহারকারীরা নিজেদের ফোন নম্বর প্রকাশ  না করেই পরিচিত বা অপরিচিত সবার সঙ্গে যোগাযোগ করতে পারবেন।

ডব্লিউএবেটা ইনফো এক প্রতিবেদনে জানিয়েছে, হোয়াটসঅ্যাপের বেটা সংস্করণে (২৫.১৭.১০.৭০) ইউজারনেম সুবিধা যুক্ত করার কাজ চলছে। তবে সুবিধাটির কার্যকারিতা এখনো পরীক্ষা করা না হলেও কীভাবে কাজ করবে, সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করেছে হোয়াটসঅ্যাপ।

এদিকে হোয়াটসঅ্যাপের তথ্যমতে, ‘ইউজারনেম’ সুবিধা চালু হলে ব্যবহারকারীরা অক্ষর ও সংখ্যার সংমিশ্রণে একটি ইউনিক ইউজারনেম তৈরি করতে পারবেন। এ ক্ষেত্রে ইউজারনেমে ডট (.) ও আন্ডারস্কোর (_) ছাড়া অন্য কোনো বিশেষ অক্ষর ব্যবহার করা যাবে না। 

এতে আরও জানানো হয়েছে, নিরাপত্তার কথা মাথায় রেখে ইউজারনেমের শুরুতে ‘ডব্লিউডব্লিউডব্লিউডট’ (www.) এবং শেষে ডটকম (.com) বা অন্য কোনো ডোমেইন যুক্ত করা যাবে না। এ ছাড়া একই ইউজারনেম একাধিক ব্যক্তি ব্যবহার করতে পারবেন না। আর কেউ ইউজারনেম পরিবর্তন করলে, বার্তার মাধ্যমে তা অন্যদের জানিয়ে দেওয়া হবে।

হোয়াটসঅ্যাপের নতুন এ সুবিধা ব্যবহারকারীদের ব্যক্তিগত গোপনীয়তা বর্তমানের তুলনায় আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে। বিশ্লেষকরা ধারণা করছেন, খুব শিগগির সুবিধাটি পরীক্ষামূলকভাবে চালু হতে পারে।

আরএইচ/

হোয়াটসঅ্যাপ ইউজারনেম সুবিধা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন