ছবি: সংগৃহীত
সাধারণ শিক্ষা ক্যাডারে কর্মরত শিক্ষক ও কর্মকর্তাদের বদলি আবেদন করতে হবে অনলাইনে। সহযোগী অধ্যাপক, অধ্যাপক, উপাধ্যক্ষ, অধ্যক্ষ ও ঢাকা মহানগরসহ সব বিভাগীয় শহর, গাজীপুর, নারায়ণগঞ্জ এবং কুমিল্লা সিটি করপোরেশনভুক্ত সব পদে বদলির ক্ষমতা মন্ত্রণালয়ে ন্যস্ত থাকবে। সারাদেশের অবশিষ্ট পদের (প্রভাষক ও সহকারী অধ্যাপক) বদলি-পদায়নের ক্ষমতা থাকবে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে (মাউশি)।
গত রোববার (২৯শে জুন) রাতে শিক্ষা মন্ত্রণালয় থেকে জারি করা ‘সরকারি কলেজের শিক্ষক বদলি/পদায়ন নীতিমালা-২০২৫’ থেকে এসব তথ্য জানা যায়। এতে স্বাক্ষর করেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের।
নীতিমালার তথ্য বলছে, সরকারি কলেজের প্রভাষক থেকে অধ্যাপক এবং অধ্যক্ষ ও উপাধ্যক্ষ পদে বদলি-পদায়নের ক্ষেত্রে আবেদনকারীদের অনলাইনে আবেদন করতে হবে। বদলিভিত্তিক পদায়নের আবেদনপত্র অধ্যক্ষ/প্রতিষ্ঠান প্রধান অগ্রায়ণ করবেন এবং কোন আবেদন পেন্ডিং রাখা যাবে না। অনলাইন ব্যতীত অন্য কোনো উপায়ে পাঠানো বা উপস্থাপনকৃত আবেদন বিবেচনা করা হবে না।
খবরটি শেয়ার করুন