সোমবার, ২১শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
৬ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ৪৮তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৫২০৬ *** খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত নেতানিয়াহু *** বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক: গোপালগঞ্জে প্রশাসন চাইলে রক্তপাত এড়ানো যেত *** পাকিস্তানকে উড়িয়ে ৯ বছর পর জিতল বাংলাদেশ *** এক ব্যক্তি প্রধানমন্ত্রী, সংসদ নেতা ও দলীয় প্রধান হওয়ার বিষয়ে তিন দলের ভিন্ন প্রস্তাব *** এত ‘নির্দোষ, নিরপরাধ, নিষ্পাপ’ সরকার আমি দেখিনি: দেবপ্রিয় ভট্টাচার্য *** গণগ্রেপ্তারের অভিযোগ এনে কোটালীপাড়ায় বিএনপির সংবাদ সম্মেলন *** গোপালগঞ্জে জারি করা কারফিউ ও ১৪৪ ধারা প্রত্যাহার *** পাকিস্তানকে দাঁড়াতেই দিলেন না তাসকিনরা *** শুটিংয়ে আহত হননি শাহরুখ

কীভাবে করতে হয় নারীর মন জয়, মন্ত্র দিলেন শাহরুখ

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:০৩ অপরাহ্ন, ৫ই জুলাই ২০২৪

#

ছবি: সংগৃহীত

‘একটি মাত্র উপায়েই’ নারীদের মন জয় করা যায় বলে মনে করেন বলিউড বাদশাখ্যাত শাহরুখ খান। বিশেষ এক সাক্ষাৎকারে এমন তথ্য ভক্তদের সঙ্গে শেয়ার করেন তিনি। 

ভারতীয় সংবাদমাধ্যমের একটি প্রতিবেদন থেকে জানা যায়, পুরনো এক সাক্ষাৎকারে শাহরুখ তার নারী ভক্তদের নিয়ে মন্তব্য করেছিলেন। জানিয়েছিলেন, ঠিক কী কারণে তার এত নারী ভক্ত রয়েছে।

শাহরুখের ভাষায়,  ৬, ৬০, বা ৯০ যে কোনো বয়সের নারীই আমাকে অনেক পছন্দ করেন। আমি অনেক গান গেয়েছি, কবিতা বলেছি, নেচেছি, মজা করেছি, অদ্ভুত অদ্ভুত কথা বলেছি। অবশ্যই সে জন্য নয়!  আমার চেহারার জন্য তো নয়ই।

আরো পড়ুন: অভিনেত্রীকে কুপ্রস্তাব, অভিনেতার বিরুদ্ধে জিডি

শাহরুখ আরও বলেন, পুরুষদের কাছে নারী সব সময় একটা জিনিসই চায়। তাহলো সম্মান। আর আমি সেটাই করি। তাই তারা আমায় ভালোবাসেন।

এই একটি উপায়েই নারীদের পছন্দের ও ভালোবাসার মানুষ হয়ে ওঠা যায় বলেও মনে করেন শাহরুখ। কারণ হিসেবে অভিনেতা বলেন, পুরুষদের থেকে সম্মানটাই সবচেয়ে বেশি প্রত্যাশা করেন নারীরা। ব্যক্তিজীবনে আমি তাই সব নারীকেই বেশি সম্মান দিই। তাই মুগ্ধ থাকেন তারা।

প্রসঙ্গত, দীর্ঘ সময় বিরতি দিয়ে ২০২৩ সালে একসঙ্গে তিনটি ব্লক বাস্টার হিট সিনেমা দর্শকদের উপহার দেন শাহরুখ। এগুলো হলো, পাঠান, জওয়ান ও ডাঙ্কি। এই মুহূর্তে ‘কিং’-এর কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন তিনি। হাতে রয়েছে ‘টাইগার ভার্সাস পাঠান’ সিনেমার কাজও। 

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

এইচআ/ 

শাহরুখ খান নারীর মন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন