ছবি : সংগৃহীত
ইন্টারন্যাশনাল স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশনের (এআইপিএস) বর্ষসেরা দল নির্বাচিত হয়েছে আর্জেন্টিনা পুরুষ জাতীয় ফুটবল দল। টানা তৃতীয়বারের মতো এই খেতাব অর্জন করল বিশ্ব চ্যাম্পিয়নরা।
কাতার বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সকে হারিয়ে ৩৬ বছরের আক্ষেপ ঘুচিয়েছিল আলবিসেলেস্তেরা। এরপর থেকেই টানা দু’বছর দুর্দান্ত ছন্দে রয়েছে স্কালোনির শিষ্যরা। সবশেষ কোপা আমেরিকার শিরোপা জয়সহ বিশ্বকাপ বাছাইয়েও চমক দেখিয়েছে মেসি-আলভারেজরা।
শীর্ষস্থানে পৌঁছাতে ইউরো চ্যাম্পিয়ন স্পেন ও চ্যাম্পিয়ন্স লিগ, লা লিগা, উয়েফা সুপার কাপ, স্প্যানিশ সুপার কাপ ও ইন্টারন্যাশনাল কাপজয়ী রিয়াল মাদ্রিদকে টপকাতে হয়েছে আর্জেন্টিনার।
প্রথম হওয়া আর্জেন্টিনার ভোটিং পয়েন্ট ৫৭৯। ৫৫২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ইউরো জয়ী স্পেন। এ ছাড়াও ৫৩২ পয়েন্ট নিয়ে তালিকার তিনে রয়েছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ।
আই.কে.জে/
খবরটি শেয়ার করুন