বৃহস্পতিবার, ১১ই সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ
২৭শে ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ৬১ বছর পর নিজেকে নির্দোষ প্রমাণ করে ছাড়লেন চোই *** নাহিদ ইসলামের নেতৃত্বে পাকিস্তান হাইকমিশনারের সঙ্গে এনসিপির বৈঠক *** তলেতলে আ.লীগের সঙ্গে আঁতাত করে ছাত্রলীগের সব ভোট নিয়েছে শিবির: মির্জা আব্বাস *** নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে আলোচনায় আসা কে এই সুশীলা কার্কি *** জাকসু নির্বাচন আজ, এখনো মেলেনি ডোপ টেস্টের ফলাফল *** শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে সাক্ষ্য দেবেন মাহমুদুর রহমান-নাহিদ ইসলাম *** নেপালের কারাগার থেকে কমিউনিস্ট নেতা টপ বাহাদুরও পালিয়েছেন *** গাজায় ত্রাণ কার্যক্রমে নিরাপত্তার দায়িত্বে ইসলামবিরোধী আমেরিকান বাইকার গ্যাং *** নেপাল থেকে জামালদের ফেরাতে বিশেষ ফ্লাইট, অপেক্ষা অনুমতির *** ঘুষকাণ্ডে বিআইডব্লিউটিএর দুই কর্মকর্তা বরখাস্ত

মুক্তিযুদ্ধের সময় ভারতের শরণার্থীশিবির নিয়ে নতুন গবেষণা

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১২:০৯ অপরাহ্ন, ১১ই সেপ্টেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় ভারতের শরণার্থীশিবিরে বাংলাদেশের অন্তত সাড়ে ছয় লাখ মানুষ প্রাণ হারিয়েছেন। ভারতের ১৭টি শরণার্থীশিবির থেকে পাওয়া হিসাবে ‘লিনিয়ার রিগ্রেশন ফর্মুলা’ (আনুপাতিক হার) ব্যবহার করে এই সংখ্যা বের করা হয়েছে। মুক্তিযুদ্ধ জাদুঘর আয়োজিত ‘একাত্তরের শরণার্থীশিবিরে মৃত্যু’ শীর্ষক বিশেষ বক্তৃতায় উঠে আসে এসব তথ্য।

গতকাল বুধবার (১০ই সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে মুক্তিযুদ্ধ জাদুঘরের সেমিনার হলে এই বক্তৃতা অনুষ্ঠিত হয়। আমেরিকা-প্রবাসী গবেষক নাজমুল ইসলাম তার এক যুগ ধরে করা গবেষণাপত্রের মূল অংশ পাঠ করেন। তিনি বলেন, অনেক মানুষ আশ্রয়শিবিরে যাওয়ার সময় পথে মারা গেছেন। সেসব সংখ্যা পাওয়া যায়নি।

ভারতে ১৭টি শরণার্থীশিবির থেকে নাজমুল ইসলাম গবেষণার তথ্য সংগ্রহ করেছেন। তিনি বলেন, এসব তথ্য সেখানকার নিবন্ধন খাতায় লিপিবদ্ধ করা আছে। কিছু তথ্য সরকারি হিসাবে পাওয়া গেছে। সবচেয়ে সুবিধাজনক অবস্থায় ছিল পশ্চিমবঙ্গের কলকাতার সল্টলেকের শরণার্থীশিবিরটি। সেখানে মুক্তিযুদ্ধ চলাকালে জুলাই থেকে নভেম্বরের মধ্যে মারা যান ৩ হাজার ৭৬১ জন শরণার্থী। এখানে থাকা ১ লাখ ৭০ হাজার শরণার্থীর মধ্যে এই হিসাব রাখা হয়।

এই গবেষক জানান, পশ্চিমা দেশে বাংলাদেশের মুক্তিযুদ্ধে প্রাণহানি নিয়ে যতটা আলোচনা হওয়ার কথা ছিল, তা হয়নি। সেখানে এমন একটি গবেষণামূলকভাবে প্রমাণিত মৃত্যুর সংখ্যা গুরুত্বপূর্ণ।

মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি ও গবেষক মফিদুল হক বলেন, গণহত্যার স্বীকৃতি পেতে শরণার্থীশিবিরের মৃত্যুর এই হিসাব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এই পরিসংখ্যানের সঙ্গে দেশের ভেতরে ‘ননভায়োলেন্ট’ মৃত্যুর সংখ্যা যুক্ত করতে আরও গবেষণা প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।

জে.এস/

শরণার্থীশিবির

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন