বুধবার, ২৩শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
৮ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘ফ্যাসিবাদবিরোধী ঐক্য’ সংহত করতে ৪ দলের সঙ্গে প্রধান উপদেষ্টার জরুরি বৈঠক *** লিটন দাস জয় উৎসর্গ করলেন নিহতদের স্মরণে *** সহজ ম্যাচ কঠিন করে জিতে সিরিজ বাংলাদেশের *** বিমান বিধ্বস্তের ঘটনায় শিক্ষার্থীদের সব দাবি যৌক্তিক বলে মনে করে সরকার *** বিএনপি-জামায়াতসহ চার দলের নেতাদের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা *** প্রধানমন্ত্রী দলীয় প্রধান হতে পারবেন না—এই দাবির যৌক্তিকতা নেই: সালাহউদ্দিন *** আখের চিনি দিয়ে ‘ট্রাম্প ভার্সন’ বাজারে আনছে কোকা-কোলা *** বিমান বিধ্বস্তে হতাহতদের সব ধরনের সহায়তা দিচ্ছে সরকার: প্রেস উইং *** ফরিদা পারভীনের শারীরিক অবস্থার উন্নতি, ফিরেছেন বাসায় *** জাকেরের ফিফটিতে পাকিস্তানকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ

কর্মসূচি ঘোষণা করল শাহবাগে জড়ো হওয়া শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০১:৫৯ পূর্বাহ্ন, ২৩শে এপ্রিল ২০২৫

#

ছবি: সংগৃহীত

খুলনা বিজ্ঞান ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্যের পদত্যাগের দাবিতে রাজধানীর শাহবাগে ব্লকেড কর্মসূচি পালন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং ঢাকা কলেজের শিক্ষার্থীরা। দেড় ঘণ্টা সড়ক অবরোধের পর বিক্ষোভ সমাবেশ, প্রতীকী অনশন এবং ক্লাস পরীক্ষা বর্জনের কর্মসূচি দিয়ে শাহবাগ ছাড়েন তারা।

মঙ্গলবার (২২শে এপ্রিল) রাত সোয়া ১২টায় ব্লকেড কর্মসূচির অন্যতম সংগঠক মোসাদ্দেক আলি ইবনে মোহাম্মদ নতুন কর্মসূচি ঘোষণা দেন।

তিনি কুয়েটের শিক্ষার্থীদের প্রতি সংহতি জানিয়ে আজ বুধবার শিক্ষাপ্রতিষ্ঠানের ক্লাস বর্জনের আহ্বান জানান। পাশাপাশি সব ক্যাম্পাসে প্রতীকী অনশন এবং অবস্থান কর্মসূচি পালনের করার ঘোষণা দেন তিনি। এ ছাড়া বুধবার বিকেল ৩টায় কেন্দ্রীয়ভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে বিক্ষোভ সমাবেশ করার ঘোষণা দেন তিনি।

ব্লকেড কর্মসূচিতে অংশ নেওয়া চুয়েটের শিক্ষার্থী আহনাফ তাহমিদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাসুদ রানা, ঢাকা কলেজের শিক্ষার্থী সালাহুদ্দিম কাদের, বুয়েটের শিক্ষার্থী আব্দুন নুর তুষার তাদের বক্তব্যে কর্মসূচির সঙ্গে সংহতি প্রকাশ করেন।

কুয়েটে অনশনরত শিক্ষার্থী আব্দুল্লাহ আল সৈকত ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে উপাচার্যের পদত্যাগের দাবির সঙ্গে সংহতি জানানোর জন্য আন্দোলনরত শিক্ষার্থীদের ধন্যবাদ জানান। তিনি বলেন, এ আন্দোলন সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে দৃষ্টান্ত হয়ে থাকবে। সামনেও যেন ঐক্যবদ্ধভাবে স্বৈরাচার প্রতিরোধ করতে পারে সে কামনা করেন তিনি।

মঙ্গলবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শাহবাগে ব্লকেড কর্মসূচি শুরু করেন। রাত ১১টার পর তাদের সঙ্গে এসে যোগ দেন বুয়েটের শিক্ষার্থীরা। ক্রমান্বয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও ঢাকা কলেজসহ রাজধানীর বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অনেকেও এতে যোগ দেন।

এইচ.এস/

ধর্মঘট

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন