শুক্রবার, ৪ঠা জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
১৯শে আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ভারত যে পারমাণবিক বোমা ফেলেনি, এটা পাকিস্তানের বুঝতে সময় লেগেছে ৩০-৪৫ সেকেন্ড *** আসাদের ঘনিষ্ঠদের যেভাবে ধরা হচ্ছে সিরিয়ায় *** সন্ত্রাসবাদের সঙ্গে জড়িত বাংলাদেশিদের ফেরত পাঠাবে মালয়েশিয়া: পররাষ্ট্র উপদেষ্টা *** এনবিআরের কমিশনারসহ ৫ কর্মকর্তার বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু *** গুপ্তচর সন্দেহে বিপুলসংখ্যক আফগানকে দেশে ফেরত পাঠাচ্ছে ইরান *** ডেঙ্গু শনাক্তে ১৯ হাজার কম্বো কিট দিল চীন *** বিশ্বকাপে চোখ রেখে এশিয়ান কাপে খেলবে বাংলাদেশ *** সরকারি চাকরি অধ্যাদেশ সংশোধন প্রস্তাব উপদেষ্টা পরিষদে অনুমোদন *** মোটর ও ইলেক্ট্রনিকস খাতে যৌথ উদ্যোগ চান বাংলাদেশ-পাকিস্তানের ব্যবসায়ীরা *** আইজিপির সঙ্গে ইউনেসকো প্রতিনিধির সাক্ষাৎ

ইউটিউবার সালাহউদ্দিন সুমন বর্ষসেরা ট্র্যাভেল ভ্লগার নির্বাচিত

ডেস্ক নিউজ

🕒 প্রকাশ: ০৬:২৮ অপরাহ্ন, ২১শে জুন ২০২৫

#

ছবি: সংগৃহীত

দেশের জনপ্রিয় ইউটিউবার এবং ভ্রমণ কন্টেন্ট  নির্মাতা সালাহউদ্দিন সুমন ‘মার্ভেল বি উইথ ইউ –মার্ভেল অফ টুমোরো’ কর্তৃক ‘সেরা ট্র্যাভেল ভ্লগার অফ দ্য ইয়ার ২০২৫’ পুরস্কারে ভূষিত হয়েছেন। গতকাল শুক্রবার (২০শে জুন) র‍্যাডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে তাকে এ সম্মাননা প্রদান করা হয়। 

এ আয়োজনে ভ্রমণ, বিমান চলাচল এবং গণমাধ্যম খাতের বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন। দেশের ট্রাভেল ইউটিউবারদের মধ্যে সর্বাধিক অনুসৃত  সুমন, বিশ্বজুড়ে ভ্রমণ কাহিনী ও ভিজ্যুয়াল ডকুমেন্টেশনে তার অসাধারণ অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি এ পুরস্কার পান।

পুরস্কার গ্রহণ করে সুমন অনুভূতি প্রকাশ করে বলেন, ‘এই ধরনের স্বীকৃতি পাওয়া সবসময়ই এক অসাধারণ অনুভূতি। এ পুরস্কার আমাকে বিশ্ব অন্বেষণ এবং আমার দর্শকদের জন্য আরও স্বতন্ত্র  ভ্রমণ ভিডিও তৈরি করতে অনুপ্রাণিত করবে।’ 

তিনি আয়োজক কমিটি এবং অনুষ্ঠানে উপস্থিত টার্কিশ এয়ারলাইন্স বাংলাদেশের মহাব্যবস্থাপক  ইসলাম গুরের প্রতিও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন তাকে টার্কিশ এয়ারলাইনসে ব্রান্ড প্রমোশনের সুযোগ করে দেওয়ার জন্য।  

‘মার্ভেল বি উইথ ইউ’ এর সিইও ব্রিতী  সাবরিন খান সুমনের প্রশংসা করে বলেন, ‘আমরা গর্বিত যে দর্শকরা সঠিক ব্যক্তিকে বেছে নিয়েছেন। সালাহউদ্দিন সুমন একজন ট্র্যাভেল ভ্লগার হিসেবে তার নিষ্ঠা, সৃজনশীলতা এবং বৈশ্বিক প্রভাবের জন্য সত্যিই এ সম্মানের যোগ্য।’

অনুষ্ঠানটি দেশের ডিজিটাল স্টোরিটেলিংয়ের ভবিষ্যৎ নির্মাণে অবদান রাখা কনটেন্ট নির্মাতা ও উদ্ভাবকদের প্রাণবন্ত উদযাপনের মাধ্যমে শেষ হয়।

ইউটিউবার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন