শুক্রবার, ১২ই সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ
২৮শে ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ডাকসুতে শিবিরের বিজয় মৌলবাদের প্রতি সমর্থন নয়, বিকল্প খোঁজার আকুতি: শশী থারুর *** এবার ধ্বংসস্তূপ পরিষ্কারের জন্য রাস্তায় নামল নেপালের জেন-জি *** ২০ হলের ভোট গণনা শেষে পদ্ধতি নিয়ে জরুরি বৈঠকে কমিশন *** ২০২৬ বিশ্বকাপের টিকিট পেতে এক দিনে ১৫ লাখের বেশি আবেদন *** মৃত মা শাসন করছেন মোদিকে, কংগ্রেসের এআই ভিডিও নিয়ে ক্ষুব্ধ বিজেপি *** নেপালে সরকার পতনের পর ভাইরাল মনীষা কৈরালার ভিডিও *** জাপানে পৌঁছেছে এনসিপির প্রতিনিধি দল *** পাকিস্তানি হিরো আলমকে ডিম নিক্ষেপ, ভিডিও প্রকাশ করায় মামলার হুমকি *** জাকসু নির্বাচন : এবার রাত ১১টার মধ্যে ফল ঘোষণার আশা নির্বাচন কমিশনের *** সুশীলাই হচ্ছেন নেপালের অন্তর্বর্তী সরকারপ্রধান, নাম ঘোষণা আজই

গত বছরের মতো এবারও একগুচ্ছ ফিচার আনছে হোয়াটসঅ্যাপ!

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

🕒 প্রকাশ: ০২:১০ অপরাহ্ন, ২রা জানুয়ারী ২০২৫

#

প্রতীকী ছবি (সংগৃহীত)

বর্তমানে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। প্রতিনিয়ত নতুন নতুন ফিচার যুক্ত হচ্ছে হোয়াটসঅ্যাপে। গত বছরে হোয়াটসঅ্যাপ অসংখ্য ফিচার যুক্ত করেছে প্ল্যাটফর্মে। এ বছরও তার ব্যতিক্রম হবে না। এবার কলিং ফিচারে একাধিক নতুন আপডেটের ঘোষণা করলো হোয়াটসঅ্যাপ।

মেটা মালিকানাধীন মেসেজিং অ্যাপ জানিয়েছে, এই প্ল্যাটফর্মের মাধ্যমে প্রতিদিন ২ বিলিয়নের বেশি কল করেন ইউজাররা। তাই কলিংকে আরও ইন্টারঅ্যাকটিভ এবং সহজ করতে ডেস্কটপ এবং মোবাইল ইউজারদের জন্য নতুন টুল নিয়ে আসা হচ্ছে।

পাশাপাশি ভিডিও কলে নতুন এফেক্টসও আসছে। ডেস্কটপে কল করাও আগের চেয়ে সহজ হয়ে যাবে। সঙ্গে ভিডিও কলের গুণমানও বাড়তে চলেছে। দীর্ঘদিন ধরেই এই বিষয়গুলোর দাবি জানিয়ে আসছিলেন ব্যবহারকারীরা। অবশেষে তাদের ইচ্ছাপূরণ হতে চলেছে।

আরো পড়ুন : হোয়াটসঅ্যাপে কথা বলা যাবে চ্যাটজিপিটির সঙ্গে!

এছাড়াও ডেস্কটপ ভার্সনে উন্নত কলিং ট্যাব নিয়ে আসছে হোয়াটসঅ্যাপ। যা কল শুরু করা, কল লিঙ্ক তৈরি করা এমনকি একটি নির্দিষ্ট নম্বরে ডায়াল করাসহ এক ক্লিকে সব ফিচারের অ্যাক্সেস দেবে।

গ্রুপ হোক কিংবা বান্ধববান্ধব, ভিডিও কলের গুণমান আগের চেয়ে আরও উন্নত হতে চলেছে। অর্থাৎ পরিস্কারভাবে দেখা যাবে। ছবির কোয়ালিটি হবে উচ্চমানের। ডেস্কটপ অ্যাপ এবং মোবাইল, উভয় ক্ষেত্রেই এই সুবিধাগুলো পাবেন ব্যবহারকারীরা।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

এস/ আই.কে.জে/


হোয়াটসঅ্যাপ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন