বৃহস্পতিবার, ২রা অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
১৭ই আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** এনসিপিকে শাপলা দিলে মামলা করব না, তবে ইসি দিতে পারে না: মান্না *** শুধু থালাবাটি নয়, এনসিপির জন্য আছে লাউ-বেগুন-কলাসহ ৫০ প্রতীক *** ঝড় উপেক্ষা করে গাজার পথে ফ্লোটিলা, শহিদুল আলমের ভিডিও বার্তা *** ইসরায়েলি সব কূটনীতিককে কলম্বিয়া থেকে বের হয়ে যাওয়ার নির্দেশ প্রেসিডেন্ট পেত্রোর *** এআই ‘অভিনেত্রী’-কে ঘিরে যে কারণে তীব্র সমালোচনা, ক্ষুব্ধ হলিউড তারকারা *** ফ্লোটিলা থেকে আটক ২২৩ জনকে ইউরোপে পাঠাবে ইসরায়েল, জাহাজগুলোর ভাগ্য অনিশ্চিত *** নিঃসঙ্গতা কাটাতে ৭৫ বছর বয়সে বিয়ে, অতঃপর... *** দুর্গাপূজায় বেশ কয়েকটি নতুন গান *** গাজায় মানবিক সহায়তাকর্মীদের হত্যার নিন্দা জানালেন প্রিন্স উইলিয়াম *** দুর্গাপূজার আগে ভারতে গেল ১ লাখ ৩০ হাজার কেজি ইলিশ

উড়োজাহাজের ভেতরেই মা, মেয়ে...

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:০০ অপরাহ্ন, ৪ঠা জুন ২০২৫

#

উড়োজাহাজ থেকে আটক করে নিয়ে যাওয়া হচ্ছে মাকে। ছবি: টিকটক থেকে সংগৃহীত

উড়োজাহাজে অতিরিক্ত মদ্যপান করে উচ্ছৃঙ্খল আচরণ করছিলেন টিকটকে জনপ্রিয় মা-মেয়ে জুটি। তাদের আচরণ এতটাই অসহনীয় ছিল যে, জরুরি অবতরণ করতে বাধ্য হন পাইলট। তাদের আটক করা হয়েছে। টিইউআই এয়ারলাইনসের একটি উড়োজাহাজে এ ঘটনা ঘটে। ব্রিটিশ সংবাদমাধ্যম মেট্রোর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, অ্যাট দ্য রেট অ্যাঞ্জেল ট্রিপল সেভেন নাইন এইট সেভেন (@angel 777987) নামের একটি টিকটক অ্যাকাউন্ট চালান তারা। ভ্রমণের শুরু থেকেই দুজনে খুবই ফুর্তির মেজাজে ছিলেন। উড়োজাহাজ উড্ডয়নের পরপরই অতিমাত্রায় মদ্যপান শুরু করেন বলে অভিযোগ অন্য যাত্রীদের। 

তারা বলছেন, মদ্যপ অবস্থায় ফ্লাইটের যাত্রীদের গালাগাল শুরু করেন মা-মেয়ে। কেবিন ক্রুদের সঙ্গেও অশোভনীয় আচরণ করতে শুরু করেন। একপর্যায়ে উড়োজাহাজ থেকে নেমে যেতে চান বলে চিৎকার শুরু করেন মেয়েটি।

পরে বাধ্য হয়ে উড়োজাহাজটি কানাডায় জরুরি অবতরণ করে। অবতরণের পর পুলিশ মা ও মেয়েকে আটক করে নিয়ে যায়। তখন ফ্লাইটে থাকা যাত্রীরা করতালি দিয়ে উল্লাস প্রকাশ করেন। ভিডিও ফুটেজে দেখা যায়, মা বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তার সঙ্গে উচ্চস্বরে তর্ক করছেন, আর মেয়ে যাত্রীদের উদ্দেশে ‘বিদায়’ বলে হাত নাড়িয়ে হাসছেন।

উল্লেখ্য, উড়োজাহাজটি ব্রিটেনের ম্যানচেস্টার থেকে ছেড়ে যাচ্ছিল। গন্তব্য ছিল জ্যামাইকা। ঘটনার জেরে ফ্লাইটটিকে নির্ধারিত সময়ের ছয় ঘণ্টা পর জ্যামাইকায় পৌঁছাতে হয়।

ফ্লাইটে থাকা এক যাত্রী ম্যান্ডি, ব্রিটিশ সংবাদমাধ্যম মেইল অনলাইনকে বলেন, ‘বিমানকর্মীরা বারবার তাদের শান্ত হতে বলেন, কিন্তু মেয়েটি আসনে বসতেই রাজি হচ্ছিল না। শেষে তাকে পেছনের সারিতে নিয়ে গিয়ে সিটবেল্ট বেঁধে বসিয়ে রাখতে হয়। পরে হাতকড়াও পরানো হয়।’

উল্লেখ্য, বিমানে উচ্ছৃঙ্খল আচরণ শুরুর ঠিক আগেই টিকটক অ্যাকাউন্টটি থেকে একটি ভিডিও পোস্ট করা হয়। ওই ভিডিওতে মা-মেয়েকে ম্যানচেস্টার বিমানবন্দরে মদ্যপান করতে দেখা যায়। ক্যাপশনে লেখা ছিল, ‘ম্যানি এয়ারপোর্টে আমি আর মা—স্বর্গে যাচ্ছি।’

এইচ.এস/


টিকটকার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250