বৃহস্পতিবার, ২রা অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
১৭ই আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ফ্লোটিলা থেকে আটক ২২৩ জনকে ইউরোপে পাঠাবে ইসরায়েল, জাহাজগুলোর ভাগ্য অনিশ্চিত *** দুর্গাপূজায় বেশ কয়েকটি নতুন গান *** পুতিন কেন সামাজিক যোগাযোগমাধ্যম এড়িয়ে চলেন *** বিজয়া দশমীতে আজ শেষ হচ্ছে শারদীয় দুর্গোৎসব *** হোগলাপাতার নান্দনিক সাজে পরিবেশবান্ধব পূজামণ্ডপ, মুগ্ধ দর্শনার্থীরা *** গ্রেটা থুনবার্গসহ গাজামুখী নৌবহরের বেশ কয়েকজনকে আটক করেছে ইসরায়েল *** গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠায় প্রয়োজন সুষ্ঠু নির্বাচন: আবদুল আউয়াল মিন্টু *** ইসরায়েলি যুদ্ধজাহাজ কাছাকাছি এলাকায়, গাজামুখী নৌবহরে হস্তক্ষেপের শঙ্কা *** বিমানবন্দরে জনদুর্ভোগ সৃষ্টি, এম এ মালিককে সতর্ক করল বিএনপি *** অভিনেতা ইলিয়াস কাঞ্চনের চিকিৎসা চলছে লন্ডনে

গাজামুখী নৌবহরে ইসরায়েলের অভিযানের নিন্দা স্পেন, ব্রাজিল, তুরস্ক ও পাকিস্তানের

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৪৯ অপরাহ্ন, ২রা অক্টোবর ২০২৫

#

ছবি: সংগৃহীত

দুর্ভিক্ষকবলিত ফিলিস্তিনের গাজার মানুষের জন্য বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ত্রাণ নিয়ে যাওয়া গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় ইসরায়েলি বাহিনীর অভিযানের নিন্দা জানিয়েছে স্পেন, ব্রাজিল, তুরস্ক ও পাকিস্তান। তথ্যসূত্র: মিডল ইস্ট আই, আল জাজিরা। 

গতকাল বুধবার (১লা অক্টোবর) রাত থেকে এখন পর্যন্ত নৌবহরে থাকা ১২টির বেশি যান ভূমধ্যসাগরে আটকে দিয়েছে ইসরায়েল। একই সঙ্গে বহরে থাকা ৩৭টি দেশের দুই শতাধিক অধিকারকর্মীকে আটক করেছে দেশটি। ইসরায়েলিদের হাতে আটক হয়েছেন সুইডিশ অধিকারকর্মী গ্রেটা থুনবার্গও।

আজ বৃহস্পতিবার সকালে ফ্লোটিলার লাইভ ট্র্যাকার জানিয়েছে, নৌবহরের ৪০টি যানের মধ্যে অন্তত ২৪টি গাজা উপকূলের দিকে এগিয়ে যাচ্ছে।

এর মধ্যে গাজা অভিমুখী ত্রাণবাহী নৌবহরে ইসরায়েলের অভিযানকে ‘আন্তর্জাতিক আইনের বিরুদ্ধে অপরাধ’ হিসেবে অভিহিত করে নিন্দা জানিয়েছেন স্পেনের শ্রমমন্ত্রী ও উপপ্রধানমন্ত্রী ইয়োলান্দা দিয়াজ। তিনি অবিলম্বে আটকদের মুক্তির দাবি জানিয়েছেন।

আজ সামাজিক যোগাযোগমাধ্যম ব্লুস্কাইয়ে দেওয়া এক পোস্টে দিয়াজ বলেন, ইউরোপীয় ইউনিয়নের এখনই ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করা উচিত।

এর আগে গতকাল গভীর রাতে একটি বিবৃতি প্রকাশ করে স্পেনের পররাষ্ট্র মন্ত্রণালয়।

এতে বলা হয়, নৌবহরটি ছিল একটি শান্তিপূর্ণ ও মানবিক বেসরকারি উদ্যোগ। গাজায় যুদ্ধ বন্ধের, ব্যাপক মানবিক সহায়তা প্রবেশের, সব ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেওয়ার এবং দ্বিরাষ্ট্রীয় সমাধান (ফিলিস্তিন ও ইসরায়েল পাশাপাশি শান্তিপূর্ণ ও নিরাপদে বসবাস) বাস্তবায়নের দাবি জানাতে থাকবে স্পেন।

স্পেনের পাশাপাশি ব্রাজিলও গাজায় মানবিক সহায়তা বহনকারী নৌবহরকে ইসরায়েলি নৌবাহিনীর বাধা দেওয়ার ঘটনার নিন্দা জানিয়েছে। এই নৌবহরে বেশ কয়েকজন ব্রাজিলের নাগরিক এবং একজন আইনপ্রণেতা আছেন।

ব্রাজিলের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ব্রাজিল ইসরায়েলি সরকারের সামরিক কর্মকাণ্ডের নিন্দা জানাচ্ছে, যা অধিকার লঙ্ঘন করে এবং শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের শারীরিক নিরাপত্তা বিপন্ন করে। আটককৃতদের নিরাপত্তার দায়িত্ব এখন ইসরায়েলের।

তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ও গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় ইসরায়েলি নৌবাহিনীর অভিযানের নিন্দা জানিয়েছে এবং এটিকে ‘সন্ত্রাসী’ কর্মকাণ্ড বলে অভিহিত করেছে।

এর আগে এ সপ্তাহের শুরুতে ফ্লাইট ট্র্যাকিং ডেটা থেকে দেখা গেছে, তুরস্ক, স্পেন, ইতালি ও গ্রিস নৌবহরটির যাত্রাপথ পর্যবেক্ষণ করছিল।

অন্যদিকে ত্রাণবাহী বহরে থাকা বেশ কয়েকটি নৌযানকে ইসরায়েলের বাধা দেওয়ার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে এটিকে ‘বর্বরোচিত হামলা’ হিসেবে অভিহিত করেছে পাকিস্তান।

দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেন, ‘আমরা আশা করি এবং দোয়া করি, ইসরায়েলি বাহিনীর হাতে অবৈধভাবে আটক হওয়া সবার নিরাপত্তা নিশ্চিত করা হবে এবং তাদের অবিলম্বে মুক্তি দেওয়া হবে। অসহায় ফিলিস্তিনি জনগণের জন্য সাহায্য বহন করা যেন তাদের অপরাধ ছিল।’

এ ছাড়া গাজাগামী নৌবহরে থাকা জাহাজ আটকানোর ঘটনায় আজ দুপুরে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ব্রিটেন সরকার। গাজায় ‘ভয়াবহ মানবিক সংকটের’ নিন্দা জানিয়েছে দেশটি।

ব্রিটেনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, বিষয়টি নিয়ে তারা ইসরায়েলি কর্তৃপক্ষকে পরিষ্কারভাবে জানিয়েছে, এ পরিস্থিতির নিরাপদ সমাধান নিশ্চিত করতে হবে।

বিবৃতিতে বলা হয়, ‘গ্লোবাল ‌সুমুদ ফ্লোটিলা নিয়ে আমরা অত্যন্ত উদ্বিগ্ন। এতে যুক্ত থাকা কয়েকজন ব্রিটিশ নাগরিকের পরিবারের সঙ্গে আমরা যোগাযোগ রাখছি।’

জে.এস/

অভিযান ইসরায়েল নিন্দা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250