আলী সিনেমার পােস্টার। ছবি: সংগৃহীত
কোরবানির ঈদ উপলক্ষে প্রেক্ষাগৃহে মুক্তি পায় ছয়টি সিনেমা। এখনও প্রেক্ষাগৃহে চলছে সিনেমাগুলো। একমাস পর প্রেক্ষাগৃহে গত সপ্তাহে আলোর মুখ দেখে নতুন সিনেমা। গত ১১ই জুলাই মুক্তি পায় কামার আহমাদ সাইমনের ‘অন্যদিন’। গতকাল শুক্রবার, ১৮ই জুলাই মুক্তি পেলো বিপ্লব হায়দারের ‘আলী’। আলীর সঙ্গে এ প্রথমবারের মতো দেশের হলে মুক্তি পেয়েছে নেপালি সিনেমা। গতকাল থেকে স্টার সিনেপ্লেক্সে দেখা যাচ্ছে নেপালের ‘মিসিং: কেটি হারায়েকো সূচনা’।
গত কোরবানির ঈদে আলী সিনেমার মুক্তির পরিকল্পনা করেছিলেন নির্মাতা। তবে শেষ মুহূর্তে সেই সিদ্ধান্ত থেকে সরে আসেন তিনি। অবশেষে শুক্রবার রাজধানীর স্টার সিনেপ্লেক্স, সনি স্কয়ার, যমুনা ফিউচার পার্কের ব্লকবাস্টার সিনেমাস, কেরানীগঞ্জের লায়ন সিনেমা ও বগুড়ার মম ইন হলে মুক্তি পেয়েছে আলী।
জে.এস/
খবরটি শেয়ার করুন