বৃহস্পতিবার, ১১ই সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ
২৭শে ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জাকসুর ভোট গ্রহণের ৫ ঘণ্টা পর গণনা শুরু *** গাঁজা উৎপাদন কেন্দ্রকে তীব্র গন্ধ নিয়ন্ত্রণের নির্দেশ *** ভোটের আগে ইসির ৬১ কর্মকর্তার রদবদল *** ৪৮তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ *** জামায়াতের একাত্তরের ভূমিকার বিরোধিতা করার নৈতিক অবস্থান আ. লীগ, বিএনপির নেই *** সেনা কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেসি ক্ষমতার মেয়াদ আরও বাড়ল *** দক্ষিণ এশিয়ায় চার বছরে তিন সরকারের পতন, রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তন আসছে কী *** ডাকসুতে ছাত্রশিবিরের বিজয়ে জাতীয় পার্টির অভিনন্দন *** জেন-জি বিক্ষোভে সমর্থন জানালেন নেপালের সাবেক মাওবাদী প্রধানমন্ত্রী প্রচন্ড *** নেপাল থেকে ঢাকায় ফিরলেন জামালরা

বিমানে চড়ে ক্লাস করেন যে শিক্ষার্থী!

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:১০ অপরাহ্ন, ২২শে ফেব্রুয়ারি ২০২৪

#

প্রতীকী ছবি

খরচ বাঁচাতে আমরা অনেক পন্থা ব্যবহার করি। গণপরিবহন ব্যবহার করা, কম ভাড়ার বাসায় থাকা। তবে সাশ্রয়ী হতে বিমানে চড়ে বিশ্ববিদ্যালয়ে নিয়মিত যাতায়াত করার ঘটনা খুব বেশি শুনা যায় না।

তবে অবিশ্বাস্য এমন কাণ্ড ঘটিয়েছেন ইউনিভার্সিটি অব ব্রিটিশ কলাম্বিয়ার (ইউবিসি) এক শিক্ষার্থী। বাসাভাড়ার খরচ বাঁচাতে বিমানে চেপে বিশ্ববিদ্যালয়ে যান তিনি। বিমানে ক্লাস করতে যাওয়া ওই শিক্ষার্থীর নাম টিম চেন।

তিনি ক্যালগেরির বাসিন্দা। এক কক্ষের একটি বাসা নিয়ে থাকার চেয়ে তার বিমানে করে ক্লাসে যাতায়াতে খরচ অনেক কম হয় বলেও ভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে। সপ্তাহে দুদিন ক্লাসে আসা-যাওয়া করেন তিনি। এয়ার কানাডার ফ্লাইটে যাতায়াত করেন টিম। 

আরো পড়ুন: জুতার নিচে খাঁচাবন্দী জ্যান্ত ইঁদুর!

প্রতিদিন আসা-যাওয়ার জন্য টিমকে ১৫০ মার্কিন ডলার ব্যায় করতে হয়। ফলে মাসে এক হাজার ২০০ ডলার খরচ করতে হয় তাকে। যা বাংলাদেশি টাকায় এক লাখ ৪২ হাজার টাকার মতো। অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের এলাকায় এক কক্ষবিশিষ্ট অ্যাপার্টমেন্টের জন্য তাকে ২ হাজার ১০০ ডলার ব্যয় করতে হয়। যা বাংলাদেশি টাকায় প্রায় ২ লাখ ৩০ হাজার টাকা। 

টিম নিজের অভিজ্ঞতা জানিয়ে লেখেন, আমি অনেক দূর থেকে ইউবিসির নিয়মিত যাত্রী। ক্যালগেরিতে থাকায় আমাকে মঙ্গলবার ও বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ে যেতে হয়। আমি সকালে বিমানে করে যাই এবং রাতে ফিরে আসি।

তিনি লেখেন, জানুয়ারি মাসে আমি এভাবে সাতবার যাতায়াত করেছি। এতে আমার অনেক ডলার বেঁচে গেছে। কেননা আমাকে সেখানে বাড়ি ভাড়া দিতে হচ্ছে না। ভ্যানকুভারে এক কক্ষের বাসা ভাড়া নেওয়ার চেয়ে এটি অনেক সস্তা। তার এমন সিদ্ধান্তের ব্যাপারে অনেকে প্রশংসা করেছেন। 

সূত্র: এনডিটিভি

এইচআ/

বিমানে যাতায়ত বাসভাড়া ইউনিভার্সিটি অব ব্রিটিশ কলাম্বিয়া

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন