শনিবার, ১৭ই জানুয়ারী ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** খালেদা জিয়াকে সেনানিবাসের বাড়ি থেকে উচ্ছেদের কুশীলব জ ই মামুন, বোরহান কবীর? *** ‘সাংবাদিক হিসেবে আমার মন জয় করে নিয়েছেন খালেদা জিয়া’ *** ‘বাংলাদেশকে ভালো থাকতে হলে খালেদা জিয়ার অস্তিত্বকে ধারণ করতে হবে’ *** খালেদা জিয়ার চিকিৎসায় ‘ইচ্ছাকৃত অবহেলা’ ছিল: এফ এম সিদ্দিকী *** ‘আওয়ামী লীগকে ছাড়া নির্বাচনের গ্রহণযোগ্যতা প্রশ্নবিদ্ধ থেকেই যাবে’ *** ‘বিএনপির নেতৃত্বে জোটের টেকসই হওয়ার সম্ভাবনা বেশি’ *** শূকর জবাইয়ে সহায়তা চেয়ে পোস্ট তরুণীর, পরদিনই হাজারো মানুষের ঢল *** ১১ দলীয় জোটে আদর্শের কোনো মিল নেই: মাসুদ কামাল *** খালেদা জিয়া সত্যিকার অর্থেই মানুষ ও দেশের নেত্রী হয়ে উঠেছিলেন: নূরুল কবীর *** দুই দশক পর ২৬ জানুয়ারি বরিশালে আসছেন তারেক রহমান

জুতার নিচে খাঁচাবন্দী জ্যান্ত ইঁদুর!

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৪৩ পূর্বাহ্ন, ২২শে ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি : সংগৃহীত

মানুষের শখ যেমন অদ্ভুত, অদ্ভুত সব স্টাইল। এর অংশ হিসেবে নানা নকশার পোশাকের সঙ্গে পরা হয় নানা ধরনের জুতা। তাই বলে জুতার সঙ্গে লাগানো থাকবে ইঁদুরের খাঁচা! আর তাই পরে রীতিমতো হেঁটে বেড়াচ্ছেন এক নারী। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও প্রকাশ পেতেই মুহূর্তে ভাইরাল। 

ভিডিওতে দেখা যায়, কালো রঙের স্কাই-হাই হিল পরে আছেন এক নারী। রাস্তার ধারে ফুটপাথে দাঁড়িয়ে আছেন তিনি। আর দূর থেকে ভিডিও করছেন একজন। ওই স্কাই-হাই হিল নজর কেড়েছে সবার। কারণ জুতার নিচে উঁচু হিলের মাঝখানে লাগানো আছে একটি করে খাঁচা। তাতে আবার আস্ত ইঁদুর দেখা যাচ্ছে। 

অনেকেই এই ভিডিও দেখে প্রশ্ন তুলেছেন কীভাবে এমন ইঁদুর পায়ে নিয়ে ঘুরতে পারলেন ওই নারী। কেউ কেউ ভিডিওর নিচে কমেন্ট করেছেন যাতে সেই ইঁদুর যেন জীবন্ত না হয়, সেটা যেন কৃত্রিম হয়। অনেকে লিখেছেন, ঐ ইঁদুরগুলো যদি জীবন্ত নাও হয়, তাহলেও কেন তিনি এই ফ্যাশন ট্রেন্ড করতে চাইছেন সেটা বোধগম্য নয়। 

আরো পড়ুন : বিয়ের আগে ন্যাড়া হতে হয় যে গ্রামের নারীদের

নিউইয়র্ক পোস্টের প্রতিবেদনে জানা যায়, এই জুতার আসল রহস্য অন্য জায়গায়। অদ্ভুত এই জুতার নকশা করেছে নিউইয়র্কের আনকমন ক্রিয়েটিভ স্টুডিও নামের প্রতিষ্ঠান।

আনকমন ক্রিয়েটিভ স্টুডিওর প্রতিষ্ঠাতা নিলস লিওনার্দো বলেন, ‘ম্যানহাটানে তাঁদের নতুন কার্যালয় উদ্বোধন উপলক্ষে এই জুতার নকশা করা হয়েছে। মূলত দৃষ্টি আকর্ষণ করতে ব্যতিক্রমী এই চিন্তা। ৮০ লাখ মানুষের নিউইয়র্ক শহরে ৩০ লাখ ইঁদুরের বসবাস। যদি নিউইয়র্ককে একটি জুতা হিসেকে কল্পনা করা হয়, তাহলে তা দেখতে এমনই হতো।’

এই জুতা নিলামে তোলা হবে বলে জানিয়েছেন লিওনার্দো। আর নিলাম থেকে পাওয়া অর্থ স্বেচ্ছাসেবী সংস্থা মেইনলি র‌্যাট রেসকিউকে দেওয়া হবে। সংস্থাটি ইঁদুরের পুনর্বাসন নিয়ে কাজ করে। 

এস/ আই. কে. জে/ 

জুতা খাঁচাবন্দী জ্যান্ত ইঁদুর

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250